হায় জিহাদ! হায়রে আমার দেশ!

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৭ ডিসেম্বর, ২০১৪, ১১:৫২:৩৩ রাত

শেষ পর্যন্ত শিশু জিহাদ উদ্ধার হলো। তবে জীবিত নয়, মৃত। দীর্ঘ ২৩ ঘন্টার সরকারী 'রুদ্ধশ্বাস' অভিযানের পর পাইপের ভেতরে জিহাদের আটকে থাকার আশংকা উড়িয়ে দিলো ফায়ার সার্ভিস। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ইতি টানা হলো উদ্ধার কার্যক্রমের।

যখন সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ তখনই এগিয়ে এলো একদল তরুণ। তাঁদের ব্যক্তি প্রচেষ্টায় মাত্র ৫ মিনিটের মধ্যে উদ্ধার হলো শিশু জিহাদ।

আমার বিশ্বাস, ঘটনার পরপর এই তরুণদেরকে উদ্ধার কাজের সুযোগ দেয়া হলে শিশু জিহাদকে প্রাণহীন অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হতোনা।

আমরা কোন দেশে বসবাস করছি। একটি শিশু পাইপে পড়ে গেলো আর রাষ্ট্র তার সর্বশক্তি নিয়োগ করে তাকে উদ্ধার করতে পারলো না। উলটো শিশু জিহাদের পিতাকে পুলিশ ধরে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখলো। হায়রে দেশ! নিজের শিশুপুত্রকে হারিয়ে যখন বেছারা শোকে পাথর, তখন তার দিকেই পুলিশের সন্দেহের তীর। সারাজীবন সেই কস্ট দংশন করে চলবে শিশু জিহাদের পিতাকে।

যে বুদ্ধিদীপ্ত তরুণরা ফায়ার সার্ভিসের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও এ ধরনের একটি দুঃসাহিক কাজ করতে পারলো রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কী পুরস্কার পাওয়া উচিত? আর প্রধানমন্ত্রীর কী শান্তনা হওয়া উচিত নিহত জিহাদের পরিবারের প্রতি?

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297617
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৮
udash kobi লিখেছেন : যেখানে গোটাদেশ তলিযে যাচ্ছে।
সেখানে এক জিহাদে সরকারের কী আসে যায়?
ধন্যবাদ
297641
২৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
দ্য স্লেভ লিখেছেন : আমার কথা হল দেশের প্রযুক্তি আবালরা আসলে কারা ? একটি দেশ যদি তার সকল ক্ষমতা প্রয়োগ করে এরকম উদ্দার অভিযান না করতে পারে,তাইলে আগামী কাল ভূটান যদি বাংলাদেশ আক্রমন করে,তবে কি মাটি কাটা শ্রমিকরাই শেষ পর্যন্ত দেশ স্বাধীন করবে ? আর কেউ কি নেই এদেশে ? এ তো কমেডি দেখছি মনে হচ্ছে।......

অনতি বিলম্বে উক্ত যুবকদেরকে ফায়ান সার্ভিসের প্রধান পদে নিয়োগ করা হোক। আর যেসব বাহিনী খাচ্ছে আর টয়লেটে ছাড়ছে,তাদেরকে বড় সাইজের কমোড কিনে দিয়ে বিদায় করা হোক । নইলে জাতির মুক্তি নেই
297655
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
297746
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১০
হতভাগা লিখেছেন : ১৯৯৬ এ বঙ্গবাজার যখন পুড়ে ছাঁই হয়ে যাচ্ছিল তখন ঢিল ছোড়া দূরত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অফিস থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারে নি । বছর খানেকের মধ্যে সেখানে ২য় বার যখন আগুন লাগলো পরেও তখনও কিছু করতে পারে নি ।

এদের নিয়ে আমি অন্তত কোন ভাল কিছু আশা করি না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File