গোলাম আজমের সাথে ৫ মিনিটের দেখা...
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৪ অক্টোবর, ২০১৪, ০২:২১:৫১ রাত
দিন তারিখ মনে নেই। তবে বছর পাঁচেক আগের কথা। একদিন ইস্ট লন্ডন মসজিদে জোহরের নামাজ পড়ছি। ইমামের সাথে বাম দিকে সালাম ফিরিয়ে দেখতে পাই আমার পাশঘেষে বসা ব্যক্তিটি প্রফেসর গোলাম আজম। জামাতে দাঁড়ানোর সময় আমি টের পাইনি যে তিনি আমার পাশে। সালাম ফেরানোর পরই প্রথম দেখা। তবে এটাই ছিলো গোলাম আজমকে আমার জীবনে প্রথম দেখা। এমন কাকতালীয় সাক্ষাৎ যে, আমি টেরই পাইনি তিনি আমার পাশে আছেন।
নামাজ শেষ করে তাঁর সাথে করমর্দন করলাম। পরিচয় দিলাম, পরিচিত হলাম। তিনি বললেন, নামাজ শেষে আপনার কি সময় আছে? আমি বললাম, হ্যা আছে। বললেন, মসজিদ ফয়ারে একটু অপেক্ষা করলে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। বললাম অপেক্ষা করবো।
কিছুক্ষনের মধ্যে তিনি নামাজ শেষ করে তাঁর ছেলের কাঁধে ভর করে ধীর পায়ে বেরিয়ে এলেন। ছেলের সাথে পরিচয় করিয়ে দিলেন। বললেন, আমি চিগওয়েলে ছেলের বাসা থাকি। একদিন আসেন। বসে গল্প করবো। ইনশাল্লাহ আসবো বলে তাঁর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম।
এটাই ছিলো তাঁর সাথে আমার প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, প্রথম আলাপ। মাত্র মিনিট পাঁচেক কথা হয়েছিলো তাঁর সাথে। এই ৫ মিনিটের সাক্ষাতে তাঁকে আমার কাছে খুব বিনয়ী, নম্র ও ভদ্র চরিত্রের মানুষ মনে হয়েছিলো। অবশ্য পরবর্তীতে আর তাঁর ছেলের বাসায় যাওয়ার সুযোগ হয়নি। এরপর বোধহয় তিনি দেশে ফিরে যান। যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। তাঁকে গ্রেফতার করা হয়। সাজা শাস্তি হলো। মৃতু্যর পুর্ব পর্যন্ত সময়টুকু তাঁকে জেলে কাটাতে হলো। দোয়া করি আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদাউসে সমাসীন করেন। আমিন।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন । আমিন
মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের সাথে কাটানো ২ঘন্টা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
আল্লাহ তাকেঁ বেহেশ্ত নসিব করুন, আমিন।
আমীন।
মন্তব্য করতে লগইন করুন