গোলাম আজম বেঁচে আছেন
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৪ অক্টোবর, ২০১৪, ১২:১৭:২৬ রাত
গোলাম আজম ইন্তেকাল করেছেন-এ সংবাদ সত্য নয়। ডাক্তার এখনও তাঁকে মৃত ঘোষণা করেনি। তিনি লাইফ সাপোর্টে জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে আছেন। ঢাকার শীর্ষস্থানীয় কোনো দৈনিকই এখনও গোলাম আজম ইন্তেকাল করেছেন-এমন সংবাদ প্রকাশ করেনি। দৈনিক প্রথম আলো, দৈনিক নয়া দিগন্ত, মানবজমিন, বিডিনিউজ২৪ডটকম এইমাত্র সার্চ করে দেখলাম। সবগুলো মিডিয়াই লিখেছে তিনি লাইফ সাপোর্টে আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতো বটেই, কিছু অনলাইন নিউজ পোর্টাল তাঁর মৃতু্যর আগেই তাঁকে মেরে ফেলেছে। এটা দু:খজনক। এখানে এতে তাড়াহুড়োর কী আছে? আমার বোধগম্য নহে। (লন্ডন, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, রাত: ৮:১০ মিনিট)
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অধ্যাপক গোলাম আযম সাহেব ইন্তিকাল করেছেন।
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাতে বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে এ কথা জানান।"
আপনার পদাংক অনুসরন করে ঐদেশীয়রা আমাদের পতাকায় অনুরূপ করলে,অনেক বেশী কষ্ট পাবো।
দয়া করে অনুরোধটি রাখতে চেষ্টা করবেন।
মন্তব্য করতে লগইন করুন