''এটা ভোট দিতেছেন না কী দিতেছেন আল্লাহই জানে''
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ১০ জানুয়ারি, ২০১৪, ১২:৫৬:৩০ রাত
আইডি নিয়ে বুথে ঢোকেছেন এক ব্যক্তি। তার সাথে আরো কজন। কার্ডটি দেখাতেই নির্বাচন কর্মকর্তা বললেন, এটা এখানে নয়, নিচের রুমে। কার্ডধারী ব্যক্তি বললেন, অন্য রুমে যাবো? এ ঝামেলার সময় নেই। এখানে দিয়ে দিই। নির্বাচন কর্মকর্তা বললেন, এখানে অনেক পড়েছে রে ভাই। আপনারা অন্য রুমে যান, যেখানে ভোটার সংখ্যা অনেক কম।
এরপরও ঐ ব্যক্তি জোর খাটিয়ে ভোট দিতে চাইলেন। নির্বাচন কর্মকর্তা বললেন, আরে ভাই আপনি তো একবার দিয়ে গেলেন। কার্ডধারী ব্যক্তি ভোটার লিস্টে অন্য একজন ভোটারের নাম দেখিয়ে বললেন, তাহলে এটি দিয়ে দিই? নির্বাচন কর্মকর্তা বললেন, এটি দেওয়া হয়ে গেছে। এবার তিনি আরো একজন ভোটারের নাম দেখিয়ে বললেন, এটি দিয়ে দিই। নির্বাচন কর্মকর্তার একই জবাব, আরে ভাই এটিও দেয়া হয়ে গেছে। এই লিস্টের সব দেওয়া হয়ে গেছে। তখন কার্ডধারী ব্যক্তির সঙ্গীয় আরো একজন বললেন, নাহ আমরা দেখতে চাচ্ছি আসলে হান্ড্রেড পার্সেন্ট কাস্ট হয়েছে কি-না? নির্বাচন কর্মকর্তা বললেন,হ্যা, হান্ড্রেড পার্সেন্ট কাস্ট হয়েছে। আপনার চলে যান। তিনি তাদের অনেক বলে কয়ে বিদায় দিয়ে বললেন, এটা ভোট দিতেছেন না কী দিতেছেন আল্লাহই জানে।
বাংলাদেশে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে এভাবেই ভোট জালিয়ার চিত্র ফুটে উঠেছে গোপনে তোলা একটি ভিডিও ফুটেজে। ভিডিওটি ফেইসবুকে আপলোড করা হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আসলে সারাদেশের অবস্থাই ফুটে উঠেছে।
বিষয়: রাজনীতি
১০৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন