কে সর্বোচ্চ সম্মানীত? মুচি নাকি রাস্ট্রপ্রধান?

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৩:৫৫ সকাল

মুচির জুতা পালিশ ও সেলাইর কাজ একটি পেশা। আমাদের সমাজে এটি নিম্নস্তরের পেশা হিশেবেই গণ্য হয়ে থাকে। তাহলে কোন পেশাটি সর্বোচ্চ সম্মানের? জবাব খুঁজতে গিয়ে হয়তো অনেকেই বলবেন, একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা রাস্ট্রপতির দায়িত্বপালনটা সবচেয়ে সম্মানের কাজ। তাহলে আপতঃ দৃষ্টিতে এই দুই ব্যক্তির মধ্যে সামাজিক সম্মানের পার্থক্যটা আকাশ-পাতাল।

তবে যদি বলা হয় মুচির সম্মান কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির চেয়ে লক্ষগুণে বেশী। তাহলে এটাকে নিশ্চয় পাগলের প্রলাপ ছাড়া কিছু বলা হবেনা। কিন্তু বাস্তবে আসলেও তা-ই?

নিশ্চয় প্রশ্ন জাগবে এটা কি করে সম্ভব?

জবাবে বলবো, যখন মুচি ব্যক্তিটি মুসলিম ও নামাজী হয় তখন সে আল্লাহর কাছে অমুসলিম বেনামাজী প্রধানমন্ত্রী বা রাস্ট্রপ্রধানের চেয়ে কোটিগুণ বেশী সম্মানীত । আপিন কি একমত?

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273038
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৩
নোমান২৯ লিখেছেন : কোন পেশায় ঘৃণ্য নয়|এ কথাটা যদি সবাই ধারণ করে তবে আমাদের সমাজে বেকারত্ব,খুন-রক্তপাত,হানাহানি,রাহাজানি,মারামারি,কাটাকাটি,যিনা-ব্যভিচার,ইভ-টিজিং অনেক হ্রাস পাবে|ধন্যবাদ ভাইয়া| Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File