রামাদ্বানের শেষ দশদিন ও শবে ক্বদর
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৪ আগস্ট, ২০১৩, ০৫:২২:৫৬ বিকাল
রামাদ্বানের শেষ দশ দিনের যেকোনো বিজোড় রাত্রি হচ্ছে লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রজনী। যে রাতে ইবাদত করা হাজার হাজার বছরের ইবাদতের চেয়ে উত্তম। শেষ দশ বিজোড় রাত্রির মধ্যে ২১,২৩, ও ২৫ রামাদ্বান ইতোমধ্যে চলে গেছে। জানি না শবে ক্বদর চলে গেলো কি-না। তবে এখনো দুটো রাত বাকী আছে। ২৭ ও ২৯ রামাদ্বান। অধিকাংশ হাদীসের বর্ণনা মতে ২৭ শে রামাদ্বান রাতে শবে ক্বদর হওয়ার সম্ভাবনাই বেশী। তাই আজ দিবাগত রাতটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। আজকের রাতটিই হতে পারে শবে ক্বদর। হাজার হাজার রাত্রির চেয়ে উত্তম।
তাই এ্রই রাতটি আমাদেরকে পূর্ন ইবাদতের মধ্যদিয়ে উদযাপন করা উচিত। কারণ আমরা জানিনা, আগামী বছর বেঁচে থাকবো কি-না। আরো একটি রামাদ্বান আমাদের জীবনে আসবে কি-না। আরো একটি শবে ক্বদর ফিরে পাবো কি-না?
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন