বৃটেনে মসজিদে হামলা করতে আগতদের চা-বিস্কিট দিয়ে আপ্যায়ন : আন্তর্জাতিক মিডিয়ায় মুসল্লিদের উচ্চসিত প্রশংসা

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ৩১ মে, ২০১৩, ০৯:৫৮:২৫ সকাল



তাইছির মাহমুদ: বৃটেনে মসজিদে হামলা করতে আসা একদল ইসলাম বিদ্বেষীকে চা-বিস্কিট দিয়ে আপ্যায়ন করলেন মুসল্লিরা। ফলে হামলার পরিবর্তে মুসলমানদের আতিথেয়তার উষ্ণতায় মুগ¦ হয়ে ফিরে গেলেন তারা। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে বৃটেনের ইয়র্ক এলাকায়। লন্ডনে বিপথগামী দুই মুসলিম যুবকের ছুরিকাঘাতে এক বৃটিশ সেনা নিহত হওয়ার ঘটনায় বৃটেনজুড়ে যখন মুসলিম বিদ্বেষী উত্তেজনা ছড়িয়ে পড়েছে তখন মুসলমানদের এমন বুদ্ধিভিত্তিক কৌশলের ভুয়শী প্রশংসায় পঞ্চমুখ হয়েছে আন্তর্জাতিক মিডিয়া। এভাবে ভালো ব্যবহারের মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের মনজয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ। জানা যায়, গত ২৬ মে রোববার ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) সদস্যরা ইয়র্কের বুল লেন মসজিদ এলাকায় ইসলাম বিদ্বেষী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তারা ফেইসবুকে ইডিএল সদস্যদেরকে মসজিদের সম্মুখে সমবেত হওয়ার আহবান জানায়। ফলে স্থানীয় শতাধিক মুসল্লি উদ্বিগ্ন হয়ে আগে থেকেই মসজিদ প্রাঙ্গনে জড়ো হন। ইডিএল সদস্যদের একটি অংশ মসজিদের দিকে এগিয়ে গেলে মসল্লিদের কজন তাদের জন্য চা-বিস্কিট নিয়ে এগিয়ে আসেন। হামলার পরিবর্তে তারা মুসল্লিদের চা-বিস্কিটের আপ্যায়ন গ্রহন করেন। এসময় মুসল্লিরা ইডিএল সদস্যদেরকে তাদের সাথে সেখানে ফুটবল খেলায় অংশগ্রহনের আহবান জানান। ইডিএল সদস্যরা প্রায় আধঘন্টা সময় মসল্লিদের সাথে কথাবার্তা বলে খুশী মনে ফিরে যায়। এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইয়র্কের আর্চবিশপ ড. জন সেন্টামু বলেন, মুসলমানদের এ উদ্যোগ ছিলো অত্যন্ত চমতকার। এ ধরণের সাংঘর্ষিক অবস্থা চা-বিস্কিট আপ্যায়নের মাধ্যমে মোকাবেলা করা ইয়র্ক এলাকার মানুষের ধারাবাহিক সংস্কৃতিরই একটি অংশ। মুসলমানরা এই সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে অত্যন্ত শান্তিপুর্ণভাবে সাম্ভাব্য সাংঘর্ষিক ঘটনা মোকাবেলা করে বিরল দৃস্টান্ত স্থাপন করলেন। মসজিদ এলাকার স্থানীয় চার্চের পাদ্রি ফাদার টিম জন্সস ঘটনার খবর পেয়ে মসজিদে যান। তিনি বলেন, আমি জানতাম মুসলমানরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের মানসিক সাহস খুবই প্রবল। মসজিদের বাইরে যে ঘটনা ঘটলো তা থেকে পৃথিবীর মানুষের অনেক কিছুই শেখার রয়েছে। স্থানীয় হুল রোড ওয়ার্ডের কাউন্সিলার নীল বার্নেস বলেন, এটি ছিলো ইয়র্কবাসীর জন্য একটি গর্বের মুহুর্ত। তিনি বলেন ইডিএল সদস্যদের ক্ষোভ ও ঘৃণা মুসলমানরা যেভাবে শান্তি ও ভালোবাসার উষ্ণতায় মোকাবেলা করলেন তা আমি কোনো দিনও ভুলতে পারবোনা। তিনি বলেন, আক্রমনের উদ্দেশ্যে আগতদের এভাবে চা-বিস্কিট দিয়ে আপ্যায়নের দৃশ্য আমরা মন থেকে কোনো দিন মুছে যাবেনা। উল্লেখ্য, গত ২২ মে দুপুরে লন্ডনের উলইচ এলাকায় বিপথগামী দুই মুসলিম যুবকের ছুরিকাঘাতে নিহত হন একজন বৃটিশ সেনা। এ ঘটনার পর বৃটেনজুড়ে ইসলাম বিদ্বেষী উত্তেজনা দেখা দেয়। মুসলিম বা ইসলাম বিদ্বেষী ঘটনার তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ফেইথ ম্যাটারের দেয়া তথ্য মতে হত্যাকান্ডের পর এক সপ্তাহে বৃটেনের বিভিন্ন জায়গায় ১৬২টি ঘটনা ঘটেছে।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File