শাপলা চত্বরের ঘটনাঃ ভূয়া ছবি-ফুটেজ আপলোড ও শেয়ার থেকে বিরত থাকুন
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৮ মে, ২০১৩, ০৬:০৩:৩৮ সকাল
ঢাকার শাপলা চত্তরে রোববার রাতে ঘটে যাওয়া গণহত্যার পর দেশে-বিদেশে বাংলাদেশীরা বাকরুদ্ধ। ঐ রাতের ঘটনার বিভিন্ন ফুটেজ ও ছবি ফেইসবুক ও ইউটুবে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। কিন্তু মাঝে মাধ্যে এমন কিছু ছবি আপলোড করা হচ্ছে যার শাপলা চত্তরের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। কিছুক্ষণ আগে দুইটি আইডি থেকে আপলোড করা দুটো ফটো দেখলাম। এই দুটো ফটোই সংগ্রহ করা হয়েছে গুগোল থেকে। একটি হচ্ছে জনসটাউন ম্যাসাকার। এই গণহত্যা সংঘটিত হয় ২০১০ সালের নভেম্বরে। আর অপর গণহত্যা সংঘটিত হয় হাইতিতে। প্লিজ, এসব ছবি দেখলে শেয়ার করবেন না। এগুলো সম্পুর্ণ মিথ্যা। নিচে কিছু লিংক দেয়া হলো। ছবিগুলো কোথা থেকে নেয়া হয়েছে দেখতে পারবেন। Click this link
বিষয়: বিবিধ
১৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন