সৌদি আরবে বর্তমান আকামা পরিবর্তনের অবস্থা
লিখেছেন লিখেছেন শহিদুল ইসলাম ১৯ জুন, ২০১৩, ০২:৪১:১৮ রাত
সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার, দীর্ঘ দিন যাবৎ সৌদিআরবে বাংলাদেশী শ্রমিকরা বৈধতা ( আকামা) জটিলতায় ভুগছে। ইতিমধ্যে সৌদি সরকার আগামী ৩ জুলাই পর্যন্ত আকামা পরিবর্তন ও নবায়নের সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে বৈধ্য না হতে না পারলে ২ বছরের জেল অথবা ১ লাখ রিয়াল ( ১৯ লাখ টাকা) জরিমানা গুনতে হবে বাংলাদেশি অর্থ চালক শিল্পীদের। অথচ বাংলাদেশ সরকার আকামা বৈধ্যতা কাজে শ্রমিকদের সহযোগিতা করার জন্য মাত্র ৩০০ জন কর্মকর্তা ও কর্মী প্রেরন করেছে। যেখানে প্রায় ৬ লাখ শ্রমিক অবৈধ্য সেখানে মাত্র ৩০০ জন কর্মী ব্যাপারটা শুধু হাস্যকর নয় লজ্জা জনক ও বটে। এই ৩০০ জন কর্মী সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর শ্রমিকদের পোহাতে হচ্ছে হয়রানি, অনিয়ম ও দূর্নীতি তো আছেই। এখনো প্রায় ৪ লাখ শ্রমিক আকামা পরিবর্তন ও নবায়নের বাহিরে আছে। তাই সৌদিআরবে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারকে এই দিকে নজর দিয়ে প্রধান শ্রম বাজার ও শ্রমিকদের রক্ষা করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।
বিষয়: আন্তর্জাতিক
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন