যে দেশের প্রধানমন্ত্রী এধরনের মিথ্যাচার করে, তাহলে সেদেশের বাকীরা কি করবে?

লিখেছেন লিখেছেন মুহাম্মদ কামাল হোসাইন খান সুমন ০৭ মার্চ, ২০১৩, ০৭:০৩:০৮ সকাল

আমি হতভম্ব হয়ে তাকিয়ে ছিলাম, যখন আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদল তথা জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বলেনঃ যারা মানুষ হত্যা করে তাদেরকে ঘৃণা করুন। অথচ আমরা দেখি পুলিশ-বিজিবির গুলীতে ১ দিনে ৭০ এবং ১৯ দিনে ১৩৪ জনের প্রাণহানি। সারা দুনিয়াব্যাপী যখন এই নৃশংস গণহত্যার প্রতিবাদ চলিতেছে। হাসিনা আপু আপনি যদি এধরনের মিথ্যাচার এবং উসকানিমূলক বক্তব্য থেকে বিরত না হোন তাহলে আপনার চ্যালা প্যালারা আরো অনেক বেশি উস্কানি পাবে, আর সে কারনে এই গণহত্যা বহুগুনে বৃদ্ধি পাবে। বুঝলাম আজিকে আপুনি মহা ক্ষমতার অধিকারিণী, তাই আপুনি মনে করিতেছেন আপুনি যাহাই বলিবেন, যাহাই করিবেন আর আমরা বেওকুফ (জনগণ) তাহাই গ্রহন করিব। আপনার এই বাম ধারনা আমার মনে হয় সঠিক নহে। জনগণ আজকে আপনার পিতার ১৯৭৫ সেই কুশাসনের কথা ভুলিয়া যাইতে বসিয়াছে আপনার ডিজিটাল কুশাসনের কারনে। চারিদিকে শুধু লাশ আর লাশ, দুর্নীতি, রাহাজানি, ব্যাংকলুট, শেয়ার বাজার লুট, পদ্মা সেতু কেলেঙ্কারি, ডেস্টিনি কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, সুরঞ্জিত কেলেঙ্কারি এবং চাপাতিলীগের চাপাতির আঘাতে আজ জাতি ক্ষত বিক্ষত, তাই চালাতে না পারলে অনতিবিলম্বে বিদায় নিয়ে জাতিকে মুক্ত করুন।

বিষয়: রাজনীতি

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File