একজন রিকশাওয়ালা.......

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ২৫ মার্চ, ২০১৩, ০৮:৩২:৫০ রাত

দুপুর ১ টা, রিক্শাওয়ালা লোকটা মাঝ বয়সী।

আমায় নিয়ে খুব দ্রুত প্যাডেল ঘুরিয়ে রিকসা চালাচ্ছে। কিছুক্ষন পরপর

তার লুংগির গিঁটে বেধে রাখা মোবাইল ফোনটা বেজে উঠছে… সাথে সাথে তার চালানোর গতি আরো বাড়ছে ৷

আমি এতো গতি বাড়ানোর কারন জানতেই লোকটা এক গাল লাজুক মুখে বলল, আপনার ভাবিজান কল করতাছে। আমার জন্য ভাত বাইরা(সাজিয়ে) বইসা আছে। এহন দেড়টা বাজে। আমার একটার আগেই বাড়িত যাওনের কথা। কত বার আমার কোনো জুলুম অয় না। আপনের ভাবী কিছুতেই মানতে চায় না, তার একটাই কতা আমারে সারাদিন কাম করতেদিব না, আমার বলে শরীল খারাপ অইবো। কনছে ভাইজান, আমি কি বুড়া ওইয়া গেছি… আমারে ছাড়া হে আবার ভাতও খাইবনা…

কথা গুলু শুনেই যেন এক সপ্নের ভালবাসার রাজ্যে হারিয়ে গেলাম। কে বলে গরীবের ঘরে ভালবাসা নেই, মায়া নেই, আবেগ নেই, তাদের এই ভালবাসার লুকোচুরি ভাবতে ভাবতেই লোকটা বলে উঠলো ভাইজান, আইস্যা পরছি একটু তাড়াতাড়ি নামেন, আপনের ভাবিজান রাগ করলে আবার রাগ ভাংগাইতে এক বেলা চইল্যা যাইবো গা…

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File