সাঈদি সাহেবকে চাঁদে দেখা গেছে!!!এটা কি অশ্লিলতাকে উস্কে দেয়না?
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৩ মার্চ, ২০১৩, ১১:৫০:১১ রাত
আমি অবাক হয়ে যাই বর্তমান দেশের অবস্থা দেখে।কথায় আছে না বাঙ্গালি হুজুগে মাতাল।ঠিক কথাই।কাল থেকে যে দিকেই যাই সেই দিকেই শুধু চাদে সাঈদি সাহেব কে চাদেঁ দেখা গেছে!!আজিব দুনিয়া ।এখন মুল ঘটনা টা শুনুন এক ছেলে বাশেরকেল্লাতে মেসেজ পাঠায় এবং সেইমেসেজের একটা অংশে বলা হয়েছে যে "আমি আজরাতে স্বপ্নে সাঈদি সাহেবকে চাদেঁ দেখেছি এর পড়েই ঘুম ভেঙ্গে যায় এবং আমি কেদে উঠি"সেই মেসেজটা বাশেঁরকেল্লা প্রকাশ করে এবং এর পড় থেকেই সাঈদি বিরধিরা নানা ভাবে সেই কথাকে হাস্যকর এবং অশ্লিল ভাবে প্রকাশ করছে ।এমন কি পর্ণতারকাদের ছবির সাথে জুড়ে দিচ্ছে সাঈদিয় ছবি | সেই সাথে তারা ফেসবুকে ছড়িয়ে বেরাচ্ছে কিছু ভুয়া ভিডিও লিংক এবং সেই লিংক টি হচ্ছে ফেসবুক ফিশিং সাইট।এটাকি অশ্লিলতাকে উস্কে দেয়না ।উত্তর চাই।
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন