টুডে ব্লগে দির্ঘ এক বছর.....
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০৪ মার্চ, ২০১৪, ১২:২২:৫৫ দুপুর
গত বছরের মার্চ মাসের ৩ তারিখ এ টুডেব্লগ এর মাধ্যমে শুরু হয়েছিল আমার জীবনের প্রথম ব্লগিং যাত্রা । আর এই যাত্রার পথ করে দিয়েছিল টুডে ব্লগ । তখন থেকেই আছি টুডে ব্লগ এর সাথে । টুডে ব্লগ থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি তা মনেহয় এর আগে ১০ বছরেও পাইনি । অনেক গুনি ব্লগার ভাইদের বিচরণ এই টুডে ব্লগ এ । দেশ যখন রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ্য তখনই যাত্রা শুরু টুডে ব্লগ এর । তখন থেকে আজ পর্যন্ত অনেক অন্যায়ের প্রতিবাদ করাহয়েছে এই ব্লগ এর মাধ্যমে । অনেক সত্য উন্মচন করা হয়েছে এই টুডে ব্লগ এর মাধ্যমে । বাকশাল সকরকারের রোষানলে বেশ কয়েকবার পড়তে হয়েছে প্রীয় ব্লগকে । টুডে থেকে টুমোরো,টুমোরো থেকে আজ অনবাংলাদেশ রূপ নিতে বাধ্য করেছে বাকশাল সরকার । কিন্তু টুডে ব্লগ এর পথচলা বন্ধ করতে পারেনি কেউ । যেখানে দালাল মিডিয়া চুপ সেখানেই ধপ করে জ্বলে উঠছে প্রীয় টুডে ব্লগ । দোয়া করি টুডে ব্লগ এর জন্য ।সেই সাথে ব্লগ কর্তৃপক্ষের নিকট অবেদন টুডে ব্লগ এর মোবাইল ভার্শন চালু করার পদক্ষেপ দেওয়া দরকার । দোয়া করবেন ব্লগিং যেন করে যেতে পারি ।
বিষয়: বিবিধ
২৩৮০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Zazakallahu khairan.
মন্তব্য করতে লগইন করুন