আচ্ছা! আজকে জয় হলো কার? সরকারের নাকি বিরোধীদলের ? চলুন একটু বিশ্লেষণ করে আসি!

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ৩০ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:২৯ রাত

১) প্রেস ক্লাবে সাংবাদিকদের

উপর

হামলা করলো ছাত্রলীগ, যুবলীগ,

আওয়ামীলীগ৷ এতে কি সরকারের

ভাবমূর্তি ক্ষুন্ন

হয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে?

২) সুপ্রিমকোর্টে আইনজীবিদের

উপর বর্বরচিত হামলায় দেশের

মানুষ

কি সরকারকে বাহাবা দিছে ?

নাকি থুথু

নিক্ষেপ করছে ?

৩) দেশের শ্রেষ্ঠ

শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষকদের ছাত্রলীগ

লাঠিপেটা করলো ,

এতে কি সাধারণ ছাত্রছাত্রী ,

দেশের সুশীল সমাজ থেকে শুরু

করে সর্বস্তরের

মানুষের কাছে সরকার কি ঘৃনিত

হয়নি ?

৪) বিরোধী দলীয়

নেত্রীকে অবরুদ্ধ

করে রাখার ফলে বিশ্বের

কাছে কি বাংলাদেশের গণতন্ত্র

ভুলন্ঠিত

হয়নি ?

৫) সরকার নিজেই ঢাকার

শহরকে সারা বাংলাদেশ

থেকে বিচ্ছিন্ন

করার ফলে সাধারণ মানুষের কাছ

থেকে কি ধিক্কার পায়নি ?

৬) আজকে যদি বিরোধী দল

পুলিশী বাধা ছাড়া মার্চ ফর

ডেমোক্রেসি পালন করত,

তাহলে সরকার

কি পতন হয়ে যেত? না !

বাধা দেবার

ফলে আরো কয়েকদিনের জন্য

ঢাকা অবরুদ্ধ

থেকেই যাচ্ছে৷

৭) সরকার হয়ত দু এক দিনের

মধ্যে বাধ্য হবে যোগাযোগ

ব্যবস্থা স্বাভাবিক করতে৷ যার

ফলে বিরোধী দলের হাজার

হাজার নেতা কর্মী ঢাকায় আসার

সুযোগ

পাবে ৷

এবং পরবর্তী আন্দোলনকে জোরদার

করতে পারবে ! তাই, অনেকেই হয়ত

ভাবছেন,

আজকে বিরোধী দলের

নেতা কর্মীদের

সরকার ঘর হতে বের হতে দেয়নি৷

এটা বিরোধী দলের জন্য পরাজয়৷

না ভাই !

চোখ বন্দ করে একটু বিশ্লেষণ

করে দেখুন,আজকের

আন্দোলেনে সার্বিকভাবে বিরোধী

জয় হয়েছে৷ আর পরাজয়

হয়েছে সরকারের৷

বিষয়: রাজনীতি

১৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File