রাজনীতির প্রভাব....
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১৭ নভেম্বর, ২০১৩, ০৬:২২:০৫ সন্ধ্যা
মহিলা : পানির পাতিলটা চুলা থেকে
উৎখাত করে নিচে রাখ।
বুয়া : জি আম্মা রাখতাছি। তখন
তরকারি ঠিকমতো গরম হয় নাই।
ওই পাতিলটা কি চুলায়
পুনর্বহাল করব?
***
মহিলা এক : ভাবি আজ বাসায়
আসবেন। দু'জনে মিলে সংলাপ
করা যাবে।
মহিলা দুই : আজ পারব না ভাবি।
বিকেলে
মার্কেটে যাওয়ার কর্মসূচি আছে।
***
বাবা : তোর পরীক্ষার
প্রিপারেশন কেমন রে?
ছেলে : পরীক্ষা যদি অবাধ, সুষ্ঠু
ও নিরপেক্ষ হয় তাহলে আমি
অবশ্যই পাস করব বাবা।
***
লোক : আপনার বিল হয়েছে ৩১৩
টাকা অথচ আপনি ২১৩
টাকা দিয়েছেন।
মহিলা : এ হতে পারে না।আমি পুরো
টাকাই দিয়েছি। আমি টাকাগুলো
পুনর্গণনার আবেদন জানাচ্ছি।
***
মহিলা : মর্জিনা, তোর জন্য ড্রেসটা
এনেছি।
কাজের মহিলা : আমি এটা ঘৃণাভরে
প্রত্যাখ্যান করছি আম্মা।
এটা আমার প্রত্যাশা পূরণে
পুরোপুরি ব্যর্থ হয়েছে।
***
প্রথম বন্ধু: শুনলাম তোর সঙ্গে
নাকি সামিয়ার ঝগড়া হইছে।
আলোচনার মাধ্যমে সমাধান করে নে।
দ্বিতীয় বন্ধু:শর্ত দিয়া তো
আলোচনা হয় না।
প্রথম বন্ধু: এইখানে আবার
শর্ত আসে ক্যামনে?
দ্বিতীয় বন্ধু: সামিয়ার এক দফা
এক দাবি, ওরে নিয়া সিনেপ্লেক্সে
মুভি না দেখানো পর্যন্ত
আমার সঙ্গে কথা বন্ধ!
https://facebook.com/rrbzlove
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন