ছেলে আর মেয়ের বন্ধুত্ব কি আদৌ সম্ভব?
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১৮ অক্টোবর, ২০১৩, ০৯:২৩:২৪ সকাল
অনেক ছেলে বেশ গর্ব সহকারে বলে থাকেন-অমুক মেয়েটা আমার খুব ভালো বন্ধু।অনেক মেয়েও একই কথা বলে থাকেন- তমুক ছেলে আমার ঘনিষ্ট বন্ধু।কথাগুলো শুনতে ভালোই লাগে।তবে এর বাস্তবতা কতটুকু,সেটা খুব কম লোকই খোঁজেন।চারপাশের ঘটনা দেখা,শোনা এবং বোঝা থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে দু কলম লিখে বলতে পারি-ছেলে মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না,হতে পারে না।অতি আধুনিক এবং অতি প্রগতিশীলরা নিশ্চয়ই এই কথার তীব্র প্রতিবাদও নিন্দা জানাবেন।তবে নিন্দা জানানোর কার্যক্রম শুরু করার আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন। শুনুন,কোন সুন্দরী মেয়ের সাথে যদি কোন ছেলের বন্ধুত্ব হয়,তাহলে এই ছেলে আজ হোক আর কাল হোক তাকে প্রেমের প্রস্তাব দেবেই।যদি ছেলে আর মেয়ের মধ্যে বড় কোন তফাৎ থাকে কিংবা মেয়েটা যদি বিবাহিতা বা অন্যের প্রেমিকা হয় তাহলে ভিন্ন কথা।তবে ছেলেটার মন উড়ু উড়ু করবেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে।তাহলে এখানে বন্ধুত্বটা থাকলো কোথায়? দুইটা ছেলে বন্ধু একসাথে রাতে ঘুমুতে পারে আড্ডা দিতে পারে।ছেলে আর মেয়েতে যদি বন্ধুত্ব হয়,তাহলে তারা কেন পারে না?এমন কোন ফেরেশতা আছে কি,যে তার মেয়ে বন্ধুর সাথে স্বাভাবিকভাবে ঘুমুতে পারবে?কিংবা ঘুমুলেও মাঝ রাতে উঠে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না?তাহলে কিসের বন্ধুত্ব? লোলুপ দৃষ্টি বলেন আর কামনার দৃষ্টি বলেন,সেটা তো বউ কিংবা প্রেমিকার জন্য সংরক্ষিত।মেয়ে বন্ধুর দিকে যদি সুযোগ পেলেই সেই দৃষ্টিতে তাকানো হয়,তাহলে প্রেমিকা আর বউয়ের সাথে তার পার্থক্য থাকলো কোথায়?ছেলেটারও প্রেমিকা নেই,মেয়েটারও প্রেমিক নেই।এমন দুজন ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব হলো।দুজন সমান যোগ্যতা সম্পন্ন।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,আজ হোক কাল হোক তারা পরস্পরের প্রতি আসক্ত হবেই।ছেলে মেয়ের বন্ধুত্ব বলতে যদি আলাদা কোন বিষয় থাকত তাহলে বিয়ের পর মেয়েটি তার ছাত্রজীবনের বন্ধুর সাথে ঘুরতে গেলে বা সময় কাটালে তার স্বামী মাইন্ড করত না।শেষ মেষ এটাই বলব-ছেলে মেয়েতে বন্ধুত্ব হয় না।বন্ধুত্ব হলে এই বন্ধুত্বকে বলা যায় প্রেমের প্রাথমিক পর্যায়।কারণ এই বন্ধুত্বের নাম করে অনেক ছেলে মেয়ে জড়িয়ে পড়ছে গভীর থেকে গভীরতর প্রেমে।
https://facebook.com/rrbzlove/
বিষয়: বিবিধ
২৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন