ঈদ এবং আমাদের মিডিয়া
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০২ আগস্ট, ২০১৩, ১১:১১:৪৮ রাত
ঈদের দিন শাহরুখ খান
কি ড্রেস পড়বে,
জয়া আহসান
কি রান্না করবে,
আরেফিন শুভ কোথায়
বেড়াতে যাবে,
সারিকা কোন কালার
জামা পড়বে ঈদের
আগেই
মিডিয়াগুলি এসব
নিয়ে হৈ চৈ তুলে।
আচ্ছা, ঈদের মত
একটা পবিত্র উৎসবের
সাথে, এসব অপবিত্র
কুলাঙ্গারদের কি কোন
সম্পর্ক আছে ?
ঈদ কি কোন
যাত্রাপালা,
থার্টিফার্স্ট নাইট
নাকি বৈশাখী মেলার
মত কোন উৎসব ? না, ঈদ
একটি পবিত্র ধর্মীয়
অনুষ্ঠান।
এখানে অসভ্যতা অপবিত্
কোন স্থান নেই।
তাহলে ঈদে সমাজের
এসব অসভ্য
কীটরা কি করবে,
সে খবর নেওয়ার
দরকার
কি?
আসলে মিডিয়াগুলো চায়
সত্য মিথ্যার মিশ্রণ
ঘটুক,
পবিত্রতার
সাথে অপবিত্রতার
সমন্বয় ঘটুক,
ধীরে ধীরে সমাজের
সব
"হলি কালচার"
গুলো নোংরামি দ্বারা প্
হোক। আরেকটা কারন
হচ্ছে ব্যাবসায়িক
স্বার্থ।
উঠতি বয়সী ছেলে মেয়ে
খবর পছন্দ করে। আর
ধীরে ধীরে তাদের
কাছে আনন্দ উল্লাস আর
নোংরামিটাই
হয়ে উঠে ঈদের
প্রতিপাদ্য।
এখানে তাকওয়ার কোন
প্রভাব থাকে না।
.
$
বিষয়: বিবিধ
৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন