বিজ্ঞাপনে বিজ্ঞাপনে জর্জরীত গা।বাংলাদেশের টিভি চ্যালেন এবং আমার কিছু কথা ।(সংক্ষিপ্ত পোস্ট)
লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ০২ আগস্ট, ২০১৩, ০৬:১০:৫৮ সন্ধ্যা
প্রায় মে মাস থেকে টুডে ব্লগে আসি না ।আইসা দেখি ৩৫টা পড়ার আমন্ত্রণ সহ আরও বহু কিছু জমা হইছে ।আজকে আসতে বাধ্য হইলাম ।কারন টুডে ব্লগ ছাড়া আর কোথাও লিখে শান্তি পাইনা ।
বাংলাদেশ যে ফকিন্নি একটা দেশ তার আসলপ্রমান গুলো এই দেশের বোতল মার্কা টিভি চ্যালেন গুলো । একটা নাটক হচ্ছে অনেক ভাল লেগে গেল । ৩মিনিট ২০সেকেন্ডের মাথায় শুরু হইল বিজ্ঞাপন।টানা ১২ মিনিট বইসা রইলাম ।বিজ্ঞাপন শেষ হওয়ার কোন নাম নেই ।
তাহলে,
মানুষ কি আর সাধেই বাইরের চ্যালেন গুলা বেশি দেখে ।এই কারনে যে তাদের কোন চ্যালেনেই ৫ মিনিটের বেশি বিজ্ঞাপন থাকে না ।
তাও আবার উপড়ে লেখা থাকে ফিরছি এতক্ষনপড় ।
কেউ আবার প্রশ্ন করিয়েন না যে আপনি কোন দেশের মানুষ ।
তখন বলব ।হ্যা এই ফকিন্নি দেশরই মানুষ।বলতে যদি চান তাহলে আপনিও ফকির ।তবে তাই । জন্ম থেকেই ফকির এবং ফকিন্নির দ্যাশে থাকি।ফকিন্নির দ্যাশে আছি ঠ্যালায় পইড়া ।কেউ কইয়েন না ফাকিস্থান যাইগ্যা ।আরে বেটা এই দ্যাসে কি তোর বাপের ট্যাকা খাইয়া থাকি?বাপে কামায় সেই ট্যাকা দিয়া খাই দাই।সব কিছুরই ফি দিই ।পানি পর্যন্তও মাঝে মাঝে কিনাই খাইতে হয় ।আর টিভি চ্যালেন গুলা যেন উইঠা পইড়া লাগে কে কত বেশি বিজ্ঞাপন দিতে পারে ।হা হা ।পত্রিকার তো 85% যায়গা জুড়ে এখন বিজ্ঞাপন ।কোন খবর যেন আর নাই ।যা একটু শান্তি পাই অনলাইন পত্রিকায় ।
ও ও বাংলাদেশ তো # ডিজি-টাল-মাল হচ্ছে।!
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন