১৭ দিন পড় উদ্ধার নয় এটা একটা নাটক ।দাঁত ভাঙ্গা যুক্তি দেখুন ।মুন্নিশাহার সন্দেহই কি ঠিক?

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১১ মে, ২০১৩, ১২:৪৫:৩৪ রাত



আমার চোখ যদি ভুল না করে তবে, এই নাটকের নায়িকার চেহারাটা যতদুর বুঝাযাচ্ছে ছাত্রলীগ ইডেন শাখার সভানেত্রী নিঝুমের কর্মী রেহানা।

স্ক্রীপ্টে লেখা ছিল..”স্যার আমারে বাঁচান।” তা ই রেশমা বলেছে।

নিউজে বলছিল বেইজমেন্টে মসজিদে পাওয়া গেছে রেশমাকে। এখন সারোয়ার্দী বললো...”দোতলায় ।” হা হা হা ....চরম বিনোদন!

সকল নিউজে এসেছিল, “শুক্রবার ৪টা ২৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়। এর আগে সোয়া ৩টার দিকে ভবনটির বেসমেন্টে তাকে জীবিত সন্ধান পাওয়া যায়। সে মসজিদের পানি খেয়ে বেচে ছিল।”

সবাই যখন প্রশ্ন করছে কি খেয়েছিল? জেনারেল সারোয়ার্দী এবার ঘটনাস্থল বদলে দিলেন, বেজমেন্টে নয়, দোতলা থেকে উদ্ধার হয়েছে। দোকান ছিল, সেখানথেকে খাবার খেয়েছে।

সত্যই তো, কোত্থেকে উদ্ধার হবে সেটা তো জেনারেল সাহেবেরই জানার কথা! কারন নাটিকাটি তো তারই হাতে সাজানো।

আপনার কেউ কিছু মনে করবেন না। প্লানে একটু ভুল ছিল। করেকশন করা হইছে।

এই নাটক মঞ্চস্থ করে তার বহুমূখী লাভ তথা এক ঢিল নয় স্রেফ হুস বলায় বহু পাখি শিকার হবে। যেমন মতিঝিলের ঘটনা হজম, একই সাথে কয়েকটার ফাসির রায় হজম, বেসম্ভব সাকসেস দেখানো এই পর্যন্ত?? না না নাটক আরো আছে। হাচুন্নীর দুদিন পরে এই মেয়ের সাক্ষাতকার নিবে যে গরীবের মেয়ে ইডেনে পড়ে ছাতুলীগ করে তবু কত ভালো এই ছাতুলীগ। অভাব থাকলেও চাদাবাজী করে না র্গামেন্সে চাকুরী করে পড়াশুনা করে। অভাব থাকলেও নেতাদের পতিতা হয় না। ও. কাদের, এ.হ শামিম, ন.ই বাবু ( বাবু গর্ব করে বলে যে সে নাকি বিয়ের আগে ৭০০ ওর উপরে মেয়েকে --ছে। তাই তাকে ছাতুলীগের কেউ কেউ সোনা বাবুবলে ডাকে) সহ এম.পি মন্ত্রীদের জন্য সাপ্লাই দেয়া মাল হয় না।

আগামীতে রেশমা নামক নতুন আবিস্কারটি আওয়ামীলীগের কোন ঝুকিপূর্ন আসনে দাড় করিয়ে দিতে পারে। তাতে বিএনপি আম্লীগ জামাত সবাই ভোট দিতে বাধ্য কারন তার উপর গায়েবী রহমত আছে। ১৭ দিনেও চেহারার গ্লেজ মলিন হয় না। মনেহয় যেন গতকালই বিউটি পার্লার থেকে এসেছে। তাছাড়া অন্ধকারের মধ্যে ধুলাবালি কিছু গায়ে লাগেনি ১৭ দিনে। চকচকে কাপড় চোপড়। বেশ বেশ। চটি গানের শিল্পি মমতাজ হলো আইন প্রোনেতা। মমতাজ আইনের বুঝে কি?? যাই হোক মমতাজ আইন প্রোনেতা হলে দেশের আইনকোন পর্যায়ে যাবে তা সবাই তো দেখতেছে। র্গামেন্সের নতুন আবিস্কার দিয়ে আম্লীগের ১টি আসন ঝুকি মুক্ত হবে। বাহ বাহ কি সুন্দর নাটক।

বিষয়: বিবিধ

৪৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File