তোমার জন্মই আমাদের দিয়েছে স্বাধীনতা,
লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ২৪ মার্চ, ২০১৩, ০৩:৫৯:৩২ রাত
* একটি মাত্র ব্যক্তিকে ঘিরে বাঙ্গালীর
চিত্তে আজ এমনি আলোড়ন জাগিয়েছে যে তার
নির্দেশ ছাড়া বাংলা প্রকৃতির একটি স্তবক ও যেন
আর আন্দোলিত হতে জানেনা।
( ইত্তেফাক ৫ মার্চ ১৯৭১ )
* পুর্ব পাকিস্তান স্বাধীন হবে,ইয়াহিয়া তোমার
বাপের ও হ্মমতা নাই
তা ঠেকাতে এবং তা হবে মুজিবের নেতৃত্বে।
( মাওলানা ভাষানী ৯ মার্চ ১৯৭১ )
* পুর্ব পাকিস্তানে শেখ মুজিব বা তার দলের
নির্দেশ ছাড়া কিছুই চলছিলনা,আওয়ামী লীগের
নির্দেশ ছিল তখনি সর্বোচ্ছ আইন।
( ক্যাপ্টেন রফিক ১৭ মার্চ ১৯৭১ )
* বর্তমানে শেখ মুজিব পুর্ব ও পশ্চিম
পাকিস্তানকে একত্রে ধরে রেখেছেন,সংখ্যা গুরু দলের
কাছে হ্মমতা হস্তান্তর করা হউক এবং এটাই
গনতন্ত্র।
( পাকিস্তানী এয়ার মার্শাল আজগর খান ১৫ মার্চ
১৯৭১ )
* তিনি একমাত্র মহান নেতা যিনি কখনো বিবেক
ব্যবসা করেননি।
( জেনারেল ওসমানী ১৯৮০ সালে ) ।
তোমার জন্মই আমাদের দিয়েছে স্বাধীনতা,
তোমার মৃতুই আমাদের দিয়েছে অস্থিরতা।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন