জামাত একটি জঙ্গী সংগঠন--নিষেধাজ্ঞা চাই!

লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ১৬ মার্চ, ২০১৩, ০১:২৬:৫৭ রাত

সবাই জানেন পাকিস্তান ও বাংলাদেশের জামাত-এ-ইসলামি সংগঠন একই বৃন্তে দুই ফুল। সঠিকভাবে বললে একই বৃন্তে একই ফুল, কেবল মাঝ দিয়ে মোচনীয় কালি দিয়ে দুই ভাগ করা। বাংলাদেশের স্বাধীনতার কারণে দলটি দ্বিধাবিভক্ত হতে বাধ্য হয়েছে। তবে আদর্শ ও লক্ষ্য তাদের অভিন্ন। নেতা তাদের এক। সদরদফতর তাদের লাহোরে (এ ব্যাপারটি গোলাম আযম এক ভিডিওতে উল্লেখে করেছে, মন্তব্যে কেউ ভিডিওটির লিংক জুড়ে দিলে খুশি হব)। একাত্তরে দলটির খুনী তৎপরতা সম্পর্কে আমরা সবাই জানি। স্বাধীনতার পর দলটি বাংলাদেশে নিষিদ্ধ হয়, তবে গোপনে কাজ করতে থাকে। ৭৫-এর পর ফণা তুলতে শুরু করে। একটু শক্তি সঞ্চয় করেই রগকাটা রাজনীতির বিস্তার শুরু করে। ধর্মের কথা বলে কিশোরদের মগজ ধোলাই করে খুনী বানানোকে একটা শিল্পে পরিণত করে ভয়ংকর এক ক্যাডার বাহিনী সৃষ্টি করেছে এরা। স্বনামে যথেষ্ট নৃশংস কাজ করলেও, রাষ্ট্রবিরোধী অপতৎরতার জন্য এরা বিভিন্ন ইসলামি দলের ফ্রন্ট ব্যবহার করে। পাকিস্তান ও বাংলাদেশে জামাতের দুই শাখার এ ব্যাপারেও কৌশলের ঐক্য আছে।

বিষয়: রাজনীতি

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File