তরুনদের একবিন্দু রক্ত থাকতে আপনার অভিলাষ পূরণ হতে দিবে না।

লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ০৬ মার্চ, ২০১৩, ০৯:৫২:৩২ রাত

তারা স্বাধীনতার ঘোষণাকে ছিনতাই করতে চায় , তারা মুক্তিযুদ্ধাকে কলঙ্কিত করতে চায় , তারা জাতিয় পতাকাকে ছুরে ফেলে দিতে চায় , তারা জাতিয় সঙ্গীতকে বদলাতে চায় , তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায় , তারা জাতিয় শোক দিবেসকে উল্লাসের সাথে জন্মদিন পালন করতে চায় । শেষ পর্যন্ত তারা বাঙালি জাতির জন্মের মহেন্দ্রক্ষণ সেই ৭ই মার্চকে কলঙ্কিত করার অপপ্রয়াস নিয়ে মাঠে নেমেছে। কবি নির্মলেন্দু গুনকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর দুটি চরণ উল্লেখ করছি। "কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ,বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ " ---বাঙালির সেই গর্বের ৭ই মার্চকে বিতর্কিত করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু ৭ই মার্চ পাকিস্তানীদের হুসিয়ার করে এদেশে স্বাধীনতার বীজ বপন করেছিলেন আজ স্বাধীনতার ৪২ বছর পর সেই বীজ থেকে অঙ্কুরিত গাছ উপড়ে ফেলতে চায়। তারা বাঙালির কপালের রাজটীকা মুছে ফেলতে চায়। মনে রাখবেন তরুনদের একবিন্দু রক্ত থাকতে আপনার অভিলাষ পূরণ হতে দিবে না।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File