বিএনপি ক্ষমতায় গেলে সাভারে নিহতদের প্রত্যেককে দেয়া হবে ২০ লাখ টাকা : মউদুদ
লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ২৯ এপ্রিল, ২০১৩, ০৩:৪০:৫৯ রাত
বিএনপি ক্ষমতায় গেলে সাভারে নিহতদের প্রত্যেককে দেয়া হবে ২০ লাখ টাকা : মউদুদ
কিন্তু বান্দির পুতরা যখন ক্ষমতায় ছিল আসলেই কি দিছিলো ক্ষতিগ্রস্তদের ?
মনে আছে, ২০০৩ সালে কোকোর মালিকানাধীন 'লঞ্চ এমভি কোকো-৪' ভোলার লালমোহনের মেঘনায় যখন ডুবে যায় ৭৭ জন যাত্রী মৃত্যুবরন করেছিল তখন কয় লক্ষ টাকা জানি জুটছে তাদের কপালে !!ছাগল ছাড়া তো আর কিছুই দিতে দেখলাম না। একটা বাল ও খসেছিল কোকোর, বলবেন বিএনপির কেউ আমায় ??
২০০৫ সালে যখন সাভার জামগড়ার বিএনপি নেতার মালিকানাধীন স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৮১ জনের সলিল সমাধি হয় গুম হয় কয়েক হাজার
তখন কয় লক্ষ টাকা দিছে বিএনপি ? না গার্মেন্টস মালিক রে এক ঘন্টার জন্য হইলেও গ্রেপ্তার করছে ??
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন