বঙ্গভবনের পথে হামিদ
লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ২২ এপ্রিল, ২০১৩, ০৪:২৭:০৩ রাত
০ আওয়ামী লীগ সংসদীয় দলে তোফায়েল আহমেদের প্রস্তাবে ও সৈয়দ আশরাফের সমর্থনে সর্বসম্মত প্রার্থী আবদুল হামিদ
০ রাষ্ট্রপতি পদে আর কোন প্রার্থী না থাকায় এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি
বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টেনে ‘বঙ্গভবনের’ পথে রেকর্ড সংখ্যক সাতবার নির্বাচিত সংসদ সদস্য, দু’বারের স্পীকার ও পরিচ্ছন্ন রাজনীতিক আবদুল হামিদ এ্যাডভোকেট। রবিবার আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে মাটি ও মানুষের নেতা প্রবীণ রাজনীতিক ৬৯ বছর বয়সী আবদুল হামিদকে পরবর্তী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নেতা আবদুল হামিদই হতে যাচ্ছেন দেশের ২০তম রাষ্ট্রপতি। এখন শুধু কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের শপথ গ্রহণ।
সংসদীয় দলের মনোনয়ন শেষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্পীকারের কক্ষে সাক্ষাত করেন ভাবী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী ভাবী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। বৈঠক সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে দলীয়ভাবে তাঁকে মনোনয়ন দেয়ায় অত্যন্ত উৎফুল্ল হাস্যোজ্জ্বল অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি আপনিসহ সবার সহযোগিতা চাই। এটি অত্যন্ত বড় ও পবিত্র দায়িত্ব। আল্লাহর কাছে দোয়া চাই, আমি যেন অত্যন্ত সুষ্ঠুভাবে আমার ওপর অর্পিত এই গুরু ও পবিত্র দায়িত্ব পালন করতে পারি।’ এ সময় প্রধানমন্ত্রীসহ সরকারের সিনিয়র নেতা ও মন্ত্রীরা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে আবদুল হামিদকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন