আজব দেশ !

লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ১২ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:০৪ রাত

নিরস্ত্র একদল মানুষের উপর বিবেকহীন গ্রামবাসী নাস্তিক নিধনের মত অশেষ পূন্য হাসিলের জন্য দা বটি নিয়ে ইমানী জোশে ঝাপিয়ে পড়ে,এই গুজব রটিয়ে যে, মসজিদে হামলা করেছে!

নিরস্ত্র মিছিলকারী মানুষগুলোকে সারা গ্রাম ঘেরাও করে, বের হয়ে যাওয়ার সব পথ বন্ধ করে মনের সুখে কচুকাটা করতে থাকে।

ছি! ছি! ছি! এরা ইসলামের কথা বলে !!!সমাবেশ চলাকালে কাজীরহাট এলাকায় হেফাজত নিয়ন্ত্রিত একটি মাদ্রাসা থেকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাদ্রাসা ও মসজিদে হামলা চালাতে এসেছে। এ ঘোষণা শুনে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে ( বাংলানিউজ২৪ )

নিজ নিজ এলাকার মসজিদ নিরাপদ রাখুন যাতে মসজিদের মাইক ব্যবহার করে জামাত শিবির এবং হেফাজত গুজব না ছড়াতে পারে, আমি একটা জিনিস ভেবে পাইনা এরা কি ভাবে মুসলিম হয় যারা মসজিদে ঢুকে, মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা ছড়ায় ? এরা কি ইসলামের বারোটা বাজাচ্ছে ?

আজব দেশ !

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File