বিজয়ের ৪২ বছরঃ আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা
লিখেছেন লিখেছেন মাটির মানুষ ১৫ মার্চ, ২০১৩, ০৮:২৫:৩৩ রাত
বিজয়ের ৪২ বছরঃ আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা
১৬ ডিসেম্বর বাংলার মানুষের জন্য যে সূর্যখানি পূর্ব দিগন্তে উঠেছিল তা আমাদের দিয়েছিল একঝাক আনন্দ এবং সাথে অনেক দ্বায়িত্ব।ঐ দিন বাঙালী উপভোগ করেছিল বিজয়ের স্বাদ।ঐ রক্তিম বিজয়ের সূর্য যারা আমাদের উপহার দেয় তাদের চোখে ছিল একঝাক স্বপ্ন।যেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা নিজের মায়ের বুক ছেড়ে গিয়েছিল যুদ্ধে ঢেলে দিতে তাদের বুকের তাজা রক্ত।তাদের স্বপ্ন ছিল একটি সোনার বাংলার।যাতে তাদের আগামী প্রজন্ম থাকবে মাথা উচু করে বিশ্ব দরবারে।তারা উপহার দিয়েছিল একটি লাল সবুজের পতাকা যার অর্থ সবুজে সুশোভিত দেশ।তাদের বর্তমান প্রাপ্তি হল আমদের দুর্নীতিতে প্রথম হওয়া। আমাদের দুর্নীতির বিচার করার জন্য আজ অন্য দেশের মানুষ আসে।দেশের মন্ত্রীকে ছাড়তে হয় তার পদ।প্রতিষ্ঠার ৯১ বছরেও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমারা পৃথিবীর ৪০০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে পারিনি।অসময়ে ঝড়ে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অগনিত মেধাবী ছাত্রদের। কারন আমাদের রাষ্ট্রযন্ত্রের অপতৎপরতা।আজ কোন শিশুর জন্মের সময় তার অজান্তেই অনেক নের বোঝা নিয়ে জন্মে।এর দায় তার না যারা দেশ স্বাধীন করেছে তাদের না বর্তমান রাষ্ট্রীয় দায়িত্বশীলদের।আজ আমাদের দেশের অভ্যন্তরীন অবস্থা বেহাল ।রাষ্ট্র দিতে পারছেনা জনগনের জীবনের নিরাপত্তা।প্রতিদিন হত্যা রাহাজানী এবং কোন সন্ত্রাসীমুলক কর্মকান্ড হবেই।আমাদের যেই সংস্কৃতি নিয়ে গর্বিত তা আজ পাশ্চাত্য সংস্কৃতির পায়ের নিচে চাপা পড়ছে।আগে বলা হত মাছে ভাতে বাঙালী কিন্তু আজ আমরা শুধু পান্তা ইলিশ খাই পহেলা বৈশাখের দিনে যা আমাদের গ্রাম বাংলার এবং খেটেখাওয়া মানুষদের চরম অবমাননা।আমারা সম্প্রতি যুক্ত হয়েছি 3G ইন্টারনেট সেবায় কিন্তু আজও আমাদের মানসিকতা চিন্তা পড়ে আছে সেই প্রথম Gতে।আমাদের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মাঝে রয়েছে চরম প্রতিহিংসা এবং লোভ।যা আমাদের বরং পেছনেই নিচ্ছে।আমারা ৪২ বছরেও হতে পারিনি স্বয়ংসম্পূর্ন কারন আমরা নিজেদের ভালোবাসি কিন্তু দেশকে নয়। আজ আমরা একেঅন্যকে কাদা ছুড়ছি সাম্প্রদায়িক ইস্যুতে।যেখানে একটি শাপলার অনেক পাপড়ির অর্থ হলো অসাম্প্রদায়িকতা।এই যদি হয় আমাদের প্রাপ্তি তা হলে আমাদের আরও একবার দেশকে স্বাধীন করতে হবে অশুভ শক্তি থেকে।
তবে প্রপ্তিরও কিন্তু কমতি নেই ।আমারা জয় করেছি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতা।আমরা এগিয়ে যাচ্ছি আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে। আমারা নোবেল নিয়ে এসেছি আমাদের আঙিনায়।আমারা বের করেছি পাটের জীবন রহস্য।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন