শাহবাগীরা হেফাজতেক মাঠে নামিয়েছে।
লিখেছেন লিখেছেন মহবুব ২০ এপ্রিল, ২০১৩, ০৭:৫৬:১৪ সন্ধ্যা
অনাচার পাপাচার সারা দেশে ছিড়েয় দেয়ার মিশন নিয়ে মাঠে নেমেছে শাহবাগীরা। বাম ও রামরা তাদের দোসর হেয় উতসাহ যোগাচেছ। ঈমানদার লোক বেচে থাকেত শাহবাগীদের সে মিশন সফল হেব না। গভীর রাতের আধারে মনেচর আশে পাশে কী হয় মানুষ তা জানেত চায়। মানুষ জানেত চায় সিসি কযামেরায় কী গোপন চিতর ধরা পেড়িছল যার কারেণ সিসি কযামেরার কনটরোল রূমের দায়ীতবে নিয়োজিত বাদশাহ মিয়া নিহত হল। পুলীশ পরশাসণ এ বযাপারে চূপ কেন? সরকারও এ বযাপারে নীরব কেন? মানূষের ঈমান কোনভাবেই নষট করা যাবে না। বরং তারা আর ও ঈমানী শকিতেত বলীয়ান হেব। হেফাযত কোন সময় মাঠে নামত না। শাহবাগীরা এদেরেক মাঠে নামাইয়াছে। মেন রাখেত হেব যেখানে ইবলীস সেখবেই আদম।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন