সাবধান ইসলামের শত্রুরা : জামায়াতে ইসলামীর চেয়েও বড় ইসলামী শক্তি দেশে আছে
লিখেছেন লিখেছেন শিক্ষানবিস ১২ মার্চ, ২০১৩, ১১:৪৬:৩১ সকাল
আজকের দৈনিক পত্রিকাতে দেখলাম, চট্টগ্রামের ডিসি আর এসপি সাহেবরা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সামনে মাথা নত করে বসে আছে, আগামী কালের হরতাল প্রত্যাহারের আবেদন নিয়ে। কিন্তু শাইখুল ইসলাম তার অবস্থানে অনঢ়। তিনি বলেছেন, অলী আউলিয়াদের পদ-ধুলিতে ধন্য এই বীর চট্টলায় ইসলাম ও মহানবীর শত্রু নাস্তিক মুরতাদদের বরদাস্ত করা হবে না।
তারা ব্যর্থ হয়ে ফিরে গেছেন। অপরদিকে হেফাজতে ইসলাম -আল্লাহ তাদের হেফাজত করবেন- শাহবাগী নাস্তিক মুরতাদদের সমাবেশ স্থলে পাল্টা সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এতে প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে যাতে কোন পক্ষই সমাবেশ করতে না পারে।
এ ঘটনা ইসলামের শত্রু, সভ্যতার হিংস্রতম অসভ্য প্রাণী, নাস্তিক-মুরতাদদের আরেকটি পরাজয়। ওরা ভেবেছিল, জামাতকে নির্মূল করতে পারলে আমাদের প্রতিরোধ করার মত আর কেহ থাকবে না। কিন্তু তারা দেখতে পেলে জামাতের চেয়ে বড় প্রতিরোধকারী রয়েছে শাহজালালের এই বাংলায়। কেয়ামত পর্যন্ত থাকবে। বাংলার প্রতিটি জনপদে ইসলামের শত্রু শাহবাগীদের ধাওয়া করা হবে।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন