শবে বরাত সম্পর্কে পাচটি কথা

লিখেছেন লিখেছেন শিক্ষানবিস ২২ জুন, ২০১৩, ১০:০৭:৫৫ রাত

এক. শবে বরাত বা লাইলাতুল বরাত শব্দটি আল কুরআনের কোথাও নেই। কোন হাদীসেও এ শব্দটি নেই। সাহাবীদের কারো কথায় এ শব্দটি পাওয়া যায় না। ইমামদের বক্তব্যে বা লেখনীতেও নেই। এমনকি কোন ফিকাহের কিতাবেও লাইলাতুল বরাত বা শবে বরাত নামে কোন অধ্যায় নেই। তাই এ শব্দটি ধর্মে একটি নতুন আবিস্কার। একটি কুসংস্কার-বিদআত।

দুই. শবে বরাতের ফজিলত বা আমল সম্পর্কে আল কুরআনে কিছুই নেই। এমনকি আকার ইঙ্গিতেও কিছু বলা হয়নি।

তিন. শবে বরাতের আমল সম্পর্কে কোন বিশুদ্ধ সূত্রের হাদীস নেই। যা পাওয়া যায় তার সবই দুর্বল ও ভেজাল। আকীদা-বিশ্বাস প্রসঙ্গে কোন দুর্বল হাদীস গ্রহণ করা যায় না।

চার. শবে বরাত সকল মুসলিম দেশে পালিত হয় না। এই উপমহাদেশে এ পর্বটি পালিত হয়। যদি এটি কুরআন বা হাদীস দ্বারা প্রমাণিত হয়, তাহলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমরা কেন পালন করে না? বরং তারা এটাকে কু-সংস্কার বলেই নিষেধ করে।

পাচ. শবে বরাত শিয়াদের পর্ব। তারা এ দিনটাকে পবিত্র বলে জানে। তাদের বিশ্বাস, শবে বরাতের দিনটা ইমাম মাহদীর জন্ম দিন। তাই ইরানের শিয়ারা এটা খুব জোরদারভাবে পালন করে। আমাদের সমাজে খুব সম্ভব শিয়া সম্প্রদায় থেকেই এই রোগটি ছড়িয়েছে।

বিস্তারিত জানতে

http://www.islamhouse.com/p/53550

বিষয়: বিবিধ

১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File