বেশ আছি !
লিখেছেন লিখেছেন ইয়াহ্ইয়া রেজয়ান ১৯ জুন, ২০১৬, ০৮:৩২:২৪ রাত
দ্বীপটা আমার বিশাল বড়
আকাশ জোড়া মেঘ ,
মধ্যখানে পদ্মপুকুর
সপ্নেঘেরা রেশ ,
এই তো আছি বেশ।
সেইখানেতে আমার বসা
মাঝে মাঝে কষ্টে ভাসা ,
পুকুরজলে ক্ষণে ক্ষণে
নিজের ছবি আকা।
এই তো আছি বেশ
নিজের সাথে বাহাদুরী
নিজের মাঝেই শেষ।
দুঃখের সাথে ছলচাতুরী,
কাটছে সময় বেশ।
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাজ নেই আর অন্য সাজে।
মন্তব্য করতে লগইন করুন