আপনি যদি মুসলমান হোন তাহলে একটু ভাবুন।
লিখেছেন লিখেছেন নতুন মুসাফির৮৮ ১১ এপ্রিল, ২০১৩, ০১:০৭:৩১ দুপুর
আপনি কার কাছ থেকে কালেমা শিখেছেন? আলেমদের থেকে? নাকি নাস্তিকদের?
আপনি নামাযের নিয়মকানুন কার কাছ থেকে শিখেছেন? আলেমদের থেকে? নাকি নাস্তিকেদের?
আপনি মারা যাওয়ার পর কে আপনার জানাযা পড়াবে? শাহরিয়ার কবির? নাকি কোন আলেম?
আজ কিছু মাজার পূজারী ভন্ডরা ব্যতিত সকল আলেমগণ নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার। নাস্তিকরা আমাদের আল্লাহ, নবী পাক সা:, এবং ধর্ম নিয়ে যে ধরনের কটুক্তি করে, যদি তার প্রতিবাদ টুকুও না করতে পারি তাহলে পরকালে কি জবাব দেব?
নাস্তিকরা শুধু মাত্র তাদের রিরুদ্ধে প্রতিবাদ করার কারনেই আলেমদের কে জঙ্গি বলতেছে। এবং তাদের দূসররাও তাদের সাথে সূর মিলিয়েছে।
এখন আপনার বিবেকের কাছে দু একটি প্রশ্ন?
*দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া হয় ? কয়টি কওমী মাদ্রাসাতে আপনি বা নাস্তিকদের মিডিয়া অস্ত্রের মহড়া দেখাতে পারতেছে?
*প্রতিদিন আমার দেশের নিরিহ মা বোনরা ধর্ষণের স্বীকার হচ্ছে? এতে আপনি কয়জন আলেমের সম্পৃক্ততা দেখেন?
*কারা ধর্ষনের সেন্সুরী করে আনন্দ উল্লাস করে?
আসলে নাস্তিকদের প্রবলেম মাদ্রাসাও নয় আলেমগণ ও নয়। তাদের প্রবলেম ইসলাম ধর্ম। ধর্ম না থাকলেই তারা তাদের নিজেদের মত করে সব কিছুই করতে পারবে। মদ, গাজা, নারীদের সাথে অবৈধ মেলামেশা, দুর্নিতী, পরের টাকা আত্ত্বসাৎ সব খারাপ কাজই করতে পারবে, কিন্ত ধর্মতো এগুলিকে নিষেধ করে। তাই তাদের যত সমস্যা ধর্ম ও ধর্মীয় ব্যক্তিদের নিয়ে। তাদের কমন ডায়লগ "খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়" মানুষের মধ্যে রূপন করে দিচ্ছে।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন