পুলিশ এখন নতুন সিস্টেমে আত্মরক্ষা করছে !! কে শিখিয়েছে তাদের এই সিস্টেমটা ??
লিখেছেন লিখেছেন শিশির ভেজা মন 'ইমন' ১৯ মার্চ, ২০১৩, ০২:৩৩:৪৭ দুপুর
পুলিশ এখন নতুন সিস্টেমে আত্মরক্ষা করছে !!
কে শিখিয়েছে তাদের এই সিস্টেমটা ??
রিক্সা থেকে ফেলে দিয়ে ৩ জন ধরে একজন পায়ে গুলি করে তাকে চিরতরে পঙ্গু করার সিস্টেম !!
থানায় ধরে নিয়ে গিয়ে ২ চোখ উপড়ে ফেলে চিরতরে অন্ধ করার সিস্টেম !!
থানায় ধরে নিয়ে গিয়ে হাতকড়া পড়া অবস্থায় পায়ে গুলি করে পায়ের হাঁড় ছুরমার করে চিরতরে পঙ্গু ( ২ জনের পা কেটে ফেলতে হয়েছে ) করার সিস্টেম !!
মিছিল থেকে ধরে নিয়ে একটি গলিতে ঢুকিয়ে লাটিপেটা করে , বুকে গুলি করে মারার সিস্টেম !!
একেই বলে আত্মরক্ষা !!
এই সিস্টেম গুলো ওরা শিখছে কার কাছ থেকে !!
যার কাছথেকেই শিখুক , তাকে মানবাধিকার প্রতিষ্টার জন্য আন্তর্জাতিক পুরস্কার দেয়া হোক ( সম্ভবত পেয়ে গেছেন ) ।
যা লিখলাম এই ঘটনাগুলো কোন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছেনা , কারন তারা গণ(!!) মাধ্যম কর্মী , তাদের জনগনের বিষয়ে রিপোর্ট প্রকাশ করা নিষেধ । । ( ২ জনকে থানায় গুলি করার খবরটা অবশ্য কেউ কেউ প্রকাশ করেছেন , অন্যগুলোর ভিডিও ক্লিপ থাকা সত্বেও প্রকাশিত হয়নি ) , প্রকাশ করেছে বিদেশি চ্যানেল " আলজাজিরা " !
তারা প্রকাশ করবেন " জামাত-শিবির পুলিশের উপর গুলি চালিয়েছে , এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন জামায়াত শিবিরকর্মী " !!!
বড়ই মজাদার কার্টুন ছবি প্রকাশ করে আমাদের মিডিয়াগুলো । ।
চলুক খেলা , জয় বাংলা । । ।
পালাবদল করে যখন ক্ষমতা দখল করবে বিএনপি , তখনো আমরা একই চিত্র দেখবো , হয়ত তারচেয়েও ভয়াবহ ( প্রতিশোধ বলে কথা ) ।
তখনো আমাকে লিখতে হবে একই কথা , একই পুলিশের সম্পর্কে , শুধু শিবিরের জায়গায় আসবে আ'লীগ বা ছাত্রলীগ । ।
চলুক খেলা , জয় বাংলা । ।
© রাজাকার -
↠▷ ♥ S̲v̲m̲ ̲'̲E̲'̲ ♥
বিষয়: রাজনীতি
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন