হটাৎ করে জামাত-শিবির আন্দোলন থামিয়ে দিলো কেন !!

লিখেছেন লিখেছেন শিশির ভেজা মন 'ইমন' ১৭ মার্চ, ২০১৩, ০৮:১৭:১৩ সকাল

হটাৎ করে জামাত-শিবির আন্দোলন থামিয়ে দিলো কেন !!

নাকি ওরা সরকারের কাছ থেকে গ্রীন সিগন্যাল পেয়েছে যে সাঈদীর রায় কার‍্যকর করা হবেনা ??

তাই যদি হয় , তবে বুঝতে হবে হাসিনা আন্টি যেভাবে ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর‍্যন্ত আমাদের সামনে শেখ মুজিব হত্যার বিচার , যুদ্ধাপরাধীদের বিচারের মুলা ঝুলিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছেন , ঠিক আবার এই যুদ্ধাপরাধী বিচারের রায়ের মুলা ঝুলিয়ে আবার নির্বাচন করতে পারেন । । সরকারের ক্ষেত্রে এটা তেমন কিছুই না ।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নির্বাচন করেছিল আওয়ামীলীগ , এবার নির্বাচন করবে যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ও ২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সম্পূর্ন ডিজিটাল দেশ হিসেবে গড়ার ইশতেহার নিয়ে , সেই সাথে বিখ্যাত পদ্মা সেতুকেও ঢুকিয়ে দিতে পারে , কারন নেতাদের শরম লজ্জার অভাব আছে তো :P

আর যদি জামাত বিএনপির সাথে সরকার পতনের কথিত এক দফা আন্দোলন করার প্রস্তুতি নিয়ে থাকে , তবে তাদের মাথায় রাখা উচিৎ বিএনপি কোন আন্দোলন ঠিকিয়ে রাখতে পারেনি , এখনো যে অবস্থা , সরকার তাদের শুধু বৃদ্ধাঙ্গুল দেখাবে । ।

বিএনপি সম্পর্কে একটা কথা প্রায়ই শুনা যায় -

" বিএনপির ভোটার আছে , কিন্তু কর্মী নেই " ।

আর জামাতের ক্ষেত্রে উল্টা , ভোটার কম কিন্তু কর্মীরা একাই একশ(আন্দোলনের ক্ষেত্রে) ।

কিন্তু জামাত বিএনপির দিকে চেয়ে যে আন্দোলন বন্ধ করে দিয়েছে , সেই আন্দোলনকে আর পূর্ণতা দিতে পারবেনা । ।

সেই ১৯৫২ থেকে ২০১৩ পর‍্যন্ত এই দেশে আন্দোলন ছাড়া আলোচনার মাধ্যমে এখনো কিছু হয়নি , হবেওনা ।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File