অট্ট হাসি

লিখেছেন লিখেছেন মহাকালের চাকা ১২ মার্চ, ২০১৩, ০২:৫৫:১৩ দুপুর

ঐ যে এসেছে ফুল,

বাগানে হেসেছে ফুল

স্বাগত! ফুল-মেহমান!

বসন্ত-বাশরীর প্রবল

টানে, তানে, প্রাণমোহন

গানে গানে মুগ্ধ ধরণী

জাগিছে। দিকে দিকে আজ

বিস্তারিছে ঐ স্বর-বাণী,

উঠিছে ফুটে পুষ্প-সাজ,

পাখিরা আকুল মূখরিত,

কোকিল কন্ঠে, কুয়াশা-ভেজা

ভোর আকাশ-চারী, পূলকিত

সরব ধনি, বাতাসে বাতাসে ভাসা।

সে কোন সন্নাসী?

বাজাল বাঁশি বনে বনে।

জাগাল গায়ক পাখি,

হাসাল বসুন্ধরা, ফুলে ফুলে।

নিরব ফুল সুরভিত হাসি

আর গীত গুঞ্জন শব্দ মিশ্রনে

উঠিছে ফেটে অট্ট হাসি।

অট্ট-শব্দে ডুবল ঝর্ণা,

হাড়াল কল কল ধ্বণি-

সাগরের অতল গভীরে।

বিষয়: সাহিত্য

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File