বসন্ত

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৯:২২ সকাল

বাংলার ক্যালেন্ডার অনুযায়ী ফাগুন চলে এসেছে ।

বসন্তের উৎসবে কৃষ্ণচুড়া পলাশ আর শিমুল এর রংগে সেজে গেছে চারপাশ ।

সেখানে আমার অভাব হয়তো একটুও ম্লান করেনি সৌন্দর্যের আঁভাকে ।

কেন আজ সৌরভে সুবাতাস এর পরশ থেকে বণ্চিত ।

সব গুলো ফুল কেন একসাথে ফুটে যায় ?

কিছু কিছু ফুল কেন না ফুটে ঝুকে থাকেনা আমার অভিমানে ?

নাকি ওরাও যেনে গেছে আমি যাবোনা ফিরে মিঠবেনা পিয়াস.

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304419
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৯
কাহাফ লিখেছেন : বসন্ত কিংবা বর্ষা প্রায় একই রুপে হাজির হয় প্রবাস জীবনে! খুউব বেশী পার্থক্য বুঝি না!
তবুও- বসন্তের ফাল্গুনী শুভেচ্ছা রইল!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২১
246332
মুহছিনা খাঁন লিখেছেন : আপনাকে ও।
304441
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৩
নারী লিখেছেন : শুভ বসন্ত।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২১
246333
মুহছিনা খাঁন লিখেছেন : আপনাকে ও শুভেচছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File