আমরা এবং আমাদের সন্তান
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৭:৫৪ সকাল
চিন্তা করলে অবাক লাগে সেদিনের ছোট ছোট সন্তানরা আজ কত বড় হয়েছে ।
এই ডিজিটালের যোগে আমরা সন্তানদের নিয়ে অনেক বেশি পেরেশান থাকি যা আমাদের সন্তানরা একেবারেই অনুধাবন করেনা ।
তাদেরকে ভালো রাখার জন্য আমাদের আপ্রান চেষ্টা । ভুলে গেয়েছি আমাদের অনেক স্বাধ আহলাদ ও ।
অথচ অনেক সময় দেখেছি তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বললেই মনটা খারাপ করে ফেলে । অথচ আমরা তাদের আব্দার পুরনে সর্বদা সচেষ্ট থাকি ।
যে রকম পড়ে আছি দিনের দিনের পর দিন প্রবাশে ।
োবিশেষ করে এই পশ্চিমা দেশ গুলোতে জন্ম নেয়ে বাচ্চাগুলো যেন একটু বেশি sensetive mind -এর হয় ।
াআমরা হয়তো ভাবছি তাদের জন্য অনেক কিছু করে তাদের পছন্দের মা বাবা হয়ে গেছি । কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন তারা আমাদের নিয়ে কি ভাবে ।
প্রায়ই আমি আমার তিন সন্তানকে নিয়ে পারিবারিক বৈঠক করি তাদের কথা শুনি আমিও সন্তানদের বলি কি রকম জীবন পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে ।
সেদিন তিনজনকে সাদা তিনটি কাগজ দিয়ে লিখতে বল্লাম
তাদের মা বাবা কেমন হওয়া চাই তা যেন লিখে আমাকে দেয় ।
যাই হোক শাহরীন লিখলো , আমি যা চাই তা সব কিছুই আপনাদের কাছে আছে কিন্তু আরো বেশি যেন থাকে ।
I hope my parents fulfill the following criteria :
১, respectfull, 2, Equel 3, nice 4, understanding 5, patient 6, doesn't discriminate 7, doesn't say hypocritral things . যেটা আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি আমাদের ভাষায় ভাবি সেটা তারা বুঝতে পারবেনা কিন্তু নিরবে সব বুঝে কিছু বলেনা ।
সায়েম লিখলো , 1 you guys are nice , just let me come home lete on Fridays . (কারন হাফিজি পড়া শেষ করে ইয়থ ইসলামিক প্রগ্রাম থাকে পরে বাস্কেটবল খেলতে চায় মসজিদের অডিটরিয়ামে) তাই দেরি হয়ে যায় ঘরে ফিরতে । ২ নং চাওয়া হলো , make other food besides (ভাত) । কারন আমি তাদের সব্জি, মাছ, মাংস সব কিছু দিয়ে দিনে ১ / ২ বার দেয়ার চেষ্টা করি না হলে বাইরের খাবার বেশি খেতে চাইবে । যদিও প্রায়ই খায়।
নওরিন লিখলো , ১ । Not to speak with us in a loud voice 2 , yell at us equalle 3, don't blame it on one person 4, more understanding ।
আমরা যদি সপ্তাহে অন্তত; একদিন বাচ্চাদের নিয়ে বসি তাহলে ইনশা আল্লাহ অনেক লাভবান হবো । না হলে সশরীরে একই ছাদের নিচে বাস করেও সন্তান আমাদের থেকে অনেক দুরে চলে যাবে । সব প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধান খোঁজবে ভুল মানুষের কাছে যা আমাদের অজানাই রয়ে যাবে ।
তাই যতই ব্যাস্থতা থাকেনা কেন তাদের জন্য আমাদের সময় বের করতে হবে ।
সব মা বাবাকে আল্লাহ আদর্শ মা বাবা হওয়ার তাওফিক দান করুন এবং সন্তানদের কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার তাওফিক দান করুন । আমীন ।এই ডিজিটালের যোগে আমরা সন্তানদের নিয়ে অনেক বেশি পেরেশান থাকি যা আমাদের সন্তানরা একেবারেই অনুধাবন করেনা ।
তাদেরকে ভালো রাখার জন্য আমাদের আপ্রান চেষ্টা । ভুলে গেয়েছি আমাদের অনেক স্বাধ আহলাদ ও ।
অথচ অনেক সময় দেখেছি তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বললেই মনটা খারাপ করে ফেলে । অথচ আমরা তাদের আব্দার পুরনে সর্বদা সচেষ্ট থাকি ।
যে রকম পড়ে আছি দিনের দিনের পর দিন প্রবাশে ।
োবিশেষ করে এই পশ্চিমা দেশ গুলোতে জন্ম নেয়ে বাচ্চাগুলো যেন একটু বেশি sensetive mind -এর হয় ।
াআমরা হয়তো ভাবছি তাদের জন্য অনেক কিছু করে তাদের পছন্দের মা বাবা হয়ে গেছি । কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন তারা আমাদের নিয়ে কি ভাবে ।
প্রায়ই আমি আমার তিন সন্তানকে নিয়ে পারিবারিক বৈঠক করি তাদের কথা শুনি আমিও সন্তানদের বলি কি রকম জীবন পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে ।
সেদিন তিনজনকে সাদা তিনটি কাগজ দিয়ে লিখতে বল্লাম
তাদের মা বাবা কেমন হওয়া চাই তা যেন লিখে আমাকে দেয় ।
যাই হোক শাহরীন লিখলো , আমি যা চাই তা সব কিছুই আপনাদের কাছে আছে কিন্তু আরো বেশি যেন থাকে ।
I hope my parents fulfill the following criteria :
১, respectfull, 2, Equel 3, nice 4, understanding 5, patient 6, doesn't discriminate 7, doesn't say hypocritral things . যেটা আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি আমাদের ভাষায় ভাবি সেটা তারা বুঝতে পারবেনা কিন্তু নিরবে সব বুঝে কিছু বলেনা ।
সায়েম লিখলো , 1 you guys are nice , just let me come home lete on Fridays . (কারন হাফিজি পড়া শেষ করে ইয়থ ইসলামিক প্রগ্রাম থাকে পরে বাস্কেটবল খেলতে চায় মসজিদের অডিটরিয়ামে) তাই দেরি হয়ে যায় ঘরে ফিরতে । ২ নং চাওয়া হলো , make other food besides (ভাত) । কারন আমি তাদের সব্জি, মাছ, মাংস সব কিছু দিয়ে দিনে ১ / ২ বার দেয়ার চেষ্টা করি না হলে বাইরের খাবার বেশি খেতে চাইবে । যদিও প্রায়ই খায়।
নওরিন লিখলো , ১ । Not to speak with us in a loud voice 2 , yell at us equalle 3, don't blame it on one person 4, more understanding ।
আমরা যদি সপ্তাহে অন্তত; একদিন বাচ্চাদের নিয়ে বসি তাহলে ইনশা আল্লাহ অনেক লাভবান হবো । না হলে সশরীরে একই ছাদের নিচে বাস করেও সন্তান আমাদের থেকে অনেক দুরে চলে যাবে । সব প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধান খোঁজবে ভুল মানুষের কাছে যা আমাদের অজানাই রয়ে যাবে ।
তাই যতই ব্যাস্থতা থাকেনা কেন তাদের জন্য আমাদের সময় বের করতে হবে ।
সব মা বাবাকে আল্লাহ আদর্শ মা বাবা হওয়ার তাওফিক দান করুন এবং সন্তানদের কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার তাওফিক দান করুন । আমীন ।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতটা কাউন্সিলিংয়ের তো দরকার হত না আগের সময়ে ?
ঐ সময়ে ঘরে মাইই সন্তানদেরকে লালন পালন করতেন আর বাবা দেখতেন বাইরেরটা ।
সন্তানরা বাবার ভয়ে তটস্থ থাকতো এবং মায়ের কাছেই লুকিয়ে যেত ।
বাবা মায়ের এই অম্ল মধুর শাসনে কি সন্তানরা বখে গিয়েছিল ?
পশ্চিমা দেশে এত কাহিনী করতে হয় সন্তান প্রতি পালন করতে !
পান থেকে চুন খসলেই ঝামেলা ।
তো এত কেয়ার করে কি লাভ হয় ? সন্তানেরা তো ৬ মাসে একবারও দেখতে আসে না বৃদ্ধ বাবা মাকে ? শোনা যায় যে একা বাড়িতে মরে কন্কাল হয়ে গেছে , কেউ খবরও জানতো না ।
সন্তানদের প্রতি পালনের সময় মায়া দেখানোর চেয়ে কড়া ভাবে বেশী রাখা উচিত ।
এসব সন্তানেরা ঠিকই বড় হয়ে বুঝে যে পিতা মাতা কড়া হবার ফলেই তারা ডিরেইলড হবার সুযোগ পায় নি ।
অমিতাভ অভিনীত '' সুরিয়াবানসাম '' ছবিটা দেখে নিয়েন যেখানে ছবির শেষের দিকে শুরুতে অকর্মন্য ছেলে ( অমিতাভ) পরে পরিশ্রম করে উন্নতি করার পর তার বাবার ( অমিতাভ) সম্বন্ধে কি বলেছিল ।
মন্তব্য করতে লগইন করুন