চাওয়া পাওয়া।
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৭:১৫ সকাল
আজ সন্ধার পর আমার শাহরীনকে জিগ্যেস করলাম । সারা বছর অনেক কষ্ট করেছো পড়ালিখা নিয়ে । আলহামদুলিললাহ রিজাল্ট ও অনেক ভালো ছিলো , বছরের শেষ দিন গুলোতে মায়ের কাছে কি চাও বলো, ইনশা আল্লাহ সাধ্যমত তোমার পছন্দের কিছু দিবার চেষ্টা করবো । সে বলে জ্বীনা আম্মু আমার যা দরকার সব আমার আছে । উত্তরে আলহামদুলিল্লাহ বল্লাম । সেই সাথে মনে পড়ে গেলো আমার আব্বু যখন দশবছড় বয়সে আমাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন । এর পর থেকে মনে আমার এক ধরনের বোধ কাজ করতো সবাইতো বাবার কাছে সব চায় আমার বাবাতো নেই তাই মাকে কোন কিছু আব্দার করে জ্বালাতন করতামনা ।
ভাবতাম মাতো বাইরে কোন কাজ করেননা ।
যদিও আমার তিন ভাই প্রতিষ্ঠিত আমার ভাইরা, লন্ডনের চাচি
কখনো কোন কিছু অপুরণ রাখেননি । আল্লাহ তাদের এই দানকে কবুল করুন আমীন ।
আমি যখন ক্লাস সেভেনে পড়ি চাচা লন্ডন থেকে গেলেন (আমার সেই চাচা যে প্রতি বছর একবার এয়াতিম ভাতিজিকে নিয়ে ঈদ করতে দেশে যেতেন) । রাতের খাবার পর জিগ্যেস করলেন বারবার একটা জিনিস যেনো চাই না হয় তিনি রাগ করবেন আমি বার বার বল্লাম আমার কিছু লাগবেনা একসময় বলে উঠলাম তিনি যেনো সারা জীবন আমার সাথে থেকে যান । মাথায় হাত বুলিয়ে আকাশের দিকে চেয়ে বললেন মা'বুধরে তুমি ওদেরকে দেখো । চোখ তখন জলে ভেজা আর মুখে হাসি নিয়ে বলছেন আলহামদুলিললাহ আমার ভাতিজি কিছুই চায়না । হয়তো পরিক্ষা নিচ্ছিলেন আজ আবার মেয়েকে জিগ্যেস করার মধ্য দিয়ে মনে হয়ে গেলো ।
হে আল্লাহ আমার চাচাকে আমাদের সবাইকে নেক হায়াত দান করুন এবং তোমার পছন্দের বান্দা বান্দি হওয়ার তাওফিক দান করুন ।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ চাচা আপনার আবদার পূরণ করতে পারলেন না আর চাচী আপনার কোন কিছুই অপূর্ন রাখেন নি !
চাচী কি লন্ডনে জব করতেন আর চাচা কি কিছুই করতেন না ?
আল্লাহতায়লা আমাদের সকলকে শুকরিয়া আদায় এর তেীফিক দিন।
মন্তব্য করতে লগইন করুন