মানুষ মানুষের জন্য

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৩ নভেম্বর, ২০১৪, ০৫:৩৭:০২ সকাল

শীত চলে এসেছে। বাংলাদেশে ধীরে ধীরে শীত প্রচন্ড আকার ধারন করবে। গরীব ছেলে মেয়ে বৃদ্ধরা শীতে কস্ট পাওয়ার আগেই আমরা প্রবাসীরা যেন তাদের প্রতি উষ্ণতার হাত বাড়িয়ে দেই । তাই সব প্রবাসী এবং দেশের ধনী জন গনের প্রতি আকুল আবেদন, আমরা প্রত্যেকে যদি একটু খেয়াল করে দশ জন করে অন্তত নিজের কাছের মানুষদের শীতের কাপড় অথবা লেপ তোষক বানিয়ে দিতে পাড়ি তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে আমাদের ও হক আদায় হবে ।

আর কাল কিয়ামতের কঠিন দিনে এই মহৎ কাজটি আমাদের জন্য নাজাতের উসিলা হবে ইনশা আল্লাহ । সবাইকে আল্লাহ তার রাস্তায় দান করার তাওফিক দিন। আর আমাদের ছোট ছোট ভালো কাজগুলিকে কবুল করে তার সন্তুষ্টি অর্জন এবং নিকটবর্তী করুন আমীন ।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287123
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আসুন আমরা হাত বাড়িয়ে দেই।
287143
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমরা আশা করি এগিয়ে আসতে পারব।
287214
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
ফেরারী মন লিখেছেন : আপনার উদ্যোগকে স্বাগত জানাই। সবার এগিয়ে আসার উচিত।
287221
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে তার রাস্তায় দান করার তাওফিক দিন। আর আমাদের ছোট ছোট ভালো কাজগুলিকে কবুল করে তার সন্তুষ্টি অর্জন এবং নিকটবর্তী করুন আমীন ।

অনেক ধন্যবাদ আপু সুন্দর আহবানের জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File