দুবাইয়ে নারী শ্রমিক প্রেরন

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৮ অক্টোবর, ২০১৪, ০৯:১৬:০৫ সকাল

দুবাই ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গুলো বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০০০ নারী শ্রমিক নিয়োগ দিবে । এই মর্মে বাংলাদেশের বিএমইটির সঙ্গে গত রোববার একটি সমঝোতা স্মারক সই করেছে। আমি একজন নারী হিসেবে বলছি সরকার আমাদের দেশে কর্ম সংস্থানের ভালো ব্যবস্থা করুন। এভাবে অনিশ্চয়তার মুখে আমাদের নারীদের ঠেলে দিবেননা। নিজের ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে তুলে দিয়ে বাঁচার চেস্টা করবেননা ।

াআরব আমিরাতে আমাদের দেশের মা বোনদের সাথে চাকর চাকরানী দের চেয়ে খারাপ ব্যবহার করে ওরা কিনতু পেঠের দায়ে সব মুখ বুজে সহ্য করে থাকতে হয়। কারন দেশে এসে পরিবার নিয়ে উপোস মরা ছাড়া আর কোন পথ নেই। তাই বলছি দেশেই কর্ম সংস্থানের ব্যবস্থা করুন । জানি সরকার এই কথা কানে নিবেনা তবুও বলছি।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278933
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে কর্মসংস্থান সৃষ্টির কোন চেষ্টা নাই। এই ধরনের সামান্য একহাজার শ্রমিক পাঠান কে কৃতিত্ব বলে প্রচারনা!
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৪
223243
মুহছিনা খাঁন লিখেছেন : ঠিকই বলেছেন।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৪
223244
মুহছিনা খাঁন লিখেছেন : ঠিকই বলেছেন ।
278952
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : Sad Sad Sad আহারে কত কষ্ট করে থাকে আমাদের মাবোনেরা।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৫
223245
মুহছিনা খাঁন লিখেছেন : ওদের কষ্ট আর কে আছে দেখার আল্লাহ ছাড়া ধন্যবাদ আপনাকে
278973
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৪
ইবনে হাসেম লিখেছেন : এভাব নারী শ্রমিক পাঠানোর নামে তাদেরকে অনিশ্চিত জীবনের মাঝে ঠেলে দেয়া হয়, এই সাধারণ কথাটা যদি একজন রাষ্ট্রনায়ক না বুঝে, তাহলে বলতে হবে ওরা জ্ঞানপাপী। জেনেও না বুঝার ভান করে, পাবলিকের কাছে ভালো হবার নাটক করে, আমি এতগুলো লোককে বিদেশে চাকরীর ব্যবস্থা করেছি .........
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৬
223246
মুহছিনা খাঁন লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File