দুবাইয়ে নারী শ্রমিক প্রেরন
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৮ অক্টোবর, ২০১৪, ০৯:১৬:০৫ সকাল
দুবাই ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গুলো বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০০০ নারী শ্রমিক নিয়োগ দিবে । এই মর্মে বাংলাদেশের বিএমইটির সঙ্গে গত রোববার একটি সমঝোতা স্মারক সই করেছে। আমি একজন নারী হিসেবে বলছি সরকার আমাদের দেশে কর্ম সংস্থানের ভালো ব্যবস্থা করুন। এভাবে অনিশ্চয়তার মুখে আমাদের নারীদের ঠেলে দিবেননা। নিজের ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে তুলে দিয়ে বাঁচার চেস্টা করবেননা ।
াআরব আমিরাতে আমাদের দেশের মা বোনদের সাথে চাকর চাকরানী দের চেয়ে খারাপ ব্যবহার করে ওরা কিনতু পেঠের দায়ে সব মুখ বুজে সহ্য করে থাকতে হয়। কারন দেশে এসে পরিবার নিয়ে উপোস মরা ছাড়া আর কোন পথ নেই। তাই বলছি দেশেই কর্ম সংস্থানের ব্যবস্থা করুন । জানি সরকার এই কথা কানে নিবেনা তবুও বলছি।
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন