মায়ের জন্য অশ্রু
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫০:৪২ সকাল
এপারে আজও একা মা
কি এমন ক্ষতি ছিলো
ওপারে আমি আর তুমি
এক সাথে থাকলে?
জীবনের শত ঝড়
ঝাপটায় সুখে আর দু;খে
তরী বেয়ে বেয়ে
আমি এখন বড় ক্লান্ত।
কিন্তু কিনারাতো পাইনা
কেমন করে এত আদরের
সন্তানদের ফেলে ঘুমিয়ে গেলে নিরবে ?
নীরহারা পাখির মতো ছুটছি অবিরাম
তোমার স্নেহের পরশ না পেয়ে।
বিষয়: বিবিধ
৮১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বার্থবিহীন এতো ভালোবাসা-
দেবে কে মায়ের মতন....?
স্বার্থের আঘাতেই সব কিছু-
ভাংগে তবুও.....
মা-ই তো আপন।
সন্তানদের ফেলে ঘুমিয়ে গেলে নিরবে ?
নীরহারা পাখির মতো ছুটছি অবিরাম
তোমার স্নেহের পরশ না পেয়ে।
পৃথিবীটা এমনি। স্বার্থপর আর নিষ্ঠুরতায় ভরপুর।
মন্তব্য করতে লগইন করুন