তোমরা যারা facebook use করো।
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৭:০৩ সকাল
আমাদের নতুন প্রজন্ম ১৪ থেকে অবিবাহিত ছেলে মেয়ে বোনঝি, ভাইঝি বোনের ছেলে ভাইয়ের ছেলে তোমাদেরকে বলছি। এত এত আদর, এত স্নেহ মমতা আর ভালোবাসা তোমাদের জন্য আমাদের যা তোমরা কোনদিনই হয়তো অনুধাবন করতে পারবেনা।
তোমরা যারা দেশে বিদেশে দামি মোবাইল হাতে নিয়ে চলা ফিরা করো facebook use করো আর আমরা ও খুশি হয়ে তোমাদের friend list এ রেখেছি।
তাদের জন্য মাঝে মাঝে বড় দু:শ্চিন্তা হয়।
যখন তোমাদের সুন্দর সুন্দর শালীন এবং Islamic status দেখি তখন খুশি হয়ে প্রানটা ভরে যায় মনে মনে ভাবতে থাকি, না দুনিয়া শুদ্ধ মোবাইলের ফাঁদে পড়ে ন্ষ্ট হয়ে গেছে কিন্তু আমার ছেলে মেয়ে ভাই বোনের ছেলে মেয়ে আত্বীয় স্বজন পরিচিত ছেলে মেয়েরা দেখো এই যোগে থেকেও তাদেরকে ভালো পথে ঠিকিয়ে রাখছে।
মনে রাখবে face booke এর একটি ছোট্ব status প্রকাশ করে দেয় তোমাদের শালীনতা, রুচিবোধ, শ্রদ্ধাশিলতা, অমায়িকতা আর উগ্রতা।
াসব সময় শয়তান তার ফাঁদে ফেলতে তোমাদের মতো সুন্দর সুন্দর মনের উঠতি বয়সীদের জন্য প্রান পণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজকের ডিজিটাল যোগ হয়ে গেছে শয়তানের বড় হাতিয়ার তোমাদের নষ্ট করার জন্য তার বেশি কষ্ট করতে হবেনা। শুধু
তোমাদের তিনটি WWW. --------.com এটার কথা মনে করে দিবে আর তোমরা শুধু click করতে করতে কোথায় গিয়ে পৌছেছো তা কখনো টেরই পাবেনা।
যখন দেখি খুব ভালো কাছের আদরের চেনা একটি ছেলে অথবা মেয়ে এমন একটি ছবিতে like দিয়েছে যে আমার পেইজে এসে গেছে। তখন সাথে সাথে আমার বুকটা টিপ টিপ করে কাঁপতে থাকে আর তার সুন্দর সুন্দর স্টেটাসের সাথে আর মিলাতে পারিনা।
ভয়ে ভিতরটা শুকিয়ে আসে আর ভাবি এই বুঝি সর্বনাশ হয়ে গেলো। সুধারনা পাল্টে যেতে একটুও সময় লাগেনা।নষ্ট রুচিবোধ তখন গ্রাস করে ফেলে ঘৃনা আর দু:খ এসে জমা হয়ে যায়। যার জন্য এত চিন্তা সে হয়তো খেয়ালই করছেনা মনের আনন্দে বিচরন করছে পছন্দের সব জায়গায়।
দয়া করে এত টাকা বিল দিয়ে দিয়ে নিজেকে ধবংস করে দিওনা। তোমরা আমাদের আগামী দিনের সোনালী সুর্য্য সন্তান সব সময় খেয়াল রাখবে শয়তান যেনো তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে না দেয়। ইন্টারনেট- এ শিক্ষনীয় অনেক কিছু আছে
সেখান থেকে ভালো ভালো শিক্ষা নিয়ে নিজের জীবন গঠন করো দেশ আর জাতিকে ধবংস হওয়া থেকে বাঁচতে সাহায্য করো।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নষ্টের দখলে গেলে সেটার ব্যবহার হয়ে ওঠে ভয়ংকর । উঠতি বয়সে তাদের কোন ভাল গাইড না থাকলে এবং উস্কানীর বহুবিধ মাধ্যম থাকলে ডিরেইলড হবেই ।
মন্তব্য করতে লগইন করুন