ব্লগার ''সুর্যের পাশে হারিকেন''
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১৭ আগস্ট, ২০১৪, ১১:০১:৪৭ সকাল
সুর্যের পাশে হারিকেন নিবু নিবু জ্বলছে
কে নিবে আলোর ছটা হাত দিয়ে ডাকছে।
ছড়িয়ে দেয়া আলোতে ঘুম ভাংগাবে কার
জাগছে সবাই ঘুম থেকে মিলে গিয়ে একাকার।
েএক সাথে পথ চলবে এসো আর করোনা ভয়
সাথে আছে হারিকেন সুর্য্য কি আর পাছে রয়।
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওণ আপু এসেগেছে..... তুমার গল্প লিখার কথা দিয়েছিলা ব্লগে একটা আপুকে.... কৈ তোমার গল্প?
এরকম একটা রংবেরংএর রোমান্টিক গল্প লিখার জন্য তোমাকে কিছুদিন ছুটি দেয়া হয়েছে ব্লগে থেকে ..... তাই কেউ তুমাকে ডিস্টার্ব করতেছে না আপাতত
কি করে ভুলি আওণ কে--
হারিকেনে চড়ে সে।
হারিকেনের আলো,
ঘড়ে ঘড়ে জালো।
কেরসিন তেল বন্ধ,
হারিকেন নিয়া কান্দো।
বড়ো ছোট্ট খাদক ভাই
দেখে খুশি সীমা নাই
দেখলাম দুই খাদক কে
খাবার না দেখে পালাইছে
এসো দ্য স্লেভ রাহ'বার
চিংড়ি কলা খাও এবার
স্লেভ ভাই এটা খান
কোপ্তা(কবিতা) ফর দ্য স্লেভ!
লেখিকার নামে থাকবে আরেকটা খাবারের নাম
মুহ-ছিনা(গরু খাসী যে কোনটার ছিনা) খান
বাকী রইলো ১০ আইটেম ৬ লাইনে!
মন্তব্য করতে লগইন করুন