ছেলেমেয়ের ভবিষ্যৎ আর প্রশ্ন পত্র ফাঁস
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১১ এপ্রিল, ২০১৪, ০৯:২৬:১৩ সকাল
শিক্ষামন্ত্রী বার বারই হোচট খাচ্ছেন। এইচ এস সি এবং এস এস সি প্রশ্নপত্র ফাঁস রোধে। এত টাকা খরচ করে টিউশনীর ফি জোগাড় করে বিদ্যৎ ছাড়া প্রচন্ড গরমে যারা পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শিক্ষামন্ত্রীর এবং সরকারের এ কেমন আচরন।
মিথ্যে আশ্বাস প্রতিবারই সাংবাদিক সম্মেলনে দেশ বাসিকে দেয়া হয়। কিন্তু কতটুকু কার্যকর হয় তা দেশের এবং প্রবাসী বাংলাদেশীরা বুঝতে পারছেন।
আর পরিক্ষার হলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে খোঁজ খবর নেয়া এটা কোন নিয়মে পরে আমার জানা নেই। একজন এস এস সি পরিক্ষার্থী শুধু দশম শ্রেনীর পরিক্ষা দিচ্ছেনা সে তার দশ বছরের পড়া লিখার রিজাল্ট আনতে গেছে। সে হলে তাকে দেয়া হয়েছে মাত্র তিন ঘন্টা। উনার হলে প্রবেশ করা পরিক্ষার্থীদের মনোযোগ ভেংগে দেয় এবং যতক্ষন শিক্ষামন্ত্রী হলের ভিতর থাকেন ও কথা বলেন ওদের অনেক সময় নষ্ট হয়। নিয়ম অনুযায়ী সবার জন্য নির্ধারিত তিন ঘন্টা থেকে বেশি মিনিট বাড়িয়ে দেয়া হবেনা তাকে যার সাথে উনি কথা বলে সময় নষ্ট করছেন। সেটার দিকে মন্ত্রী সাহেবের খেয়াল রাখা উচিৎ।
এই রকম প্রশ্নপত্র ফাঁস হতে থাকলে শিক্ষা ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাবে। ছেলেমেয়েরা ভালো করে লিখা পড়ার মনোযোগ হারিয়ে ফেলবে। তাই এমন একজন শিক্ষামন্ত্রী চাই যে প্রশ্নপত্র আরেকজনের দায়িত্বে দিয়ে নিস্চিন্তে ঘুমাবেনা । যাতে ফাঁস নাহয় সেদিকে তদারকি করবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তি দিয়ে জন গনের সামনে তাদের মুখোশ খুলে দিবে।
যে মন্ত্রী সামান্য প্রশ্নপত্র হেফাজতে রাখতে পারেননা। সেই মন্ত্রীর অধিনে শিক্ষার হার কত টুকু উন্নতি হবে তা আমার বোধগম্য নয়।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকা খরচ না করে প্রশ্নপত্র কেনার টাকা জমাইলেই বেটার।
মন্তব্য করতে লগইন করুন