জীবন একটা মন ভুলানো খেলাঘর মাত্র
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ১০ এপ্রিল, ২০১৪, ০৮:৫৪:৩৮ সকাল
হৃদয় ভেংগে টুকরো টুকরো হয়ে যায় চিৎকার করে ডাকতে ইচ্ছে করে বুক ফেটে কান্না আসে।কিন্তু কিছুই করা যায়না। যখন সন্তান জন্মের পর পরই একজন মাকে লাইফ সাপোর্টে বেঁচে থাকতে হয় ।
কাল ডাক্তারের অফিসে ফ্যাক্স পেলাম আমাদের নিয়মিত রুগি অনেকটা বন্ধুর মতো সরল শান্ত মেয়েটি এক পুত্র সন্তানের মা হয়েছেন।
খুশি হয়ে আমার সাথে যে কাজ করে তার সাথে গল্প করলাম। ঘরে ফিরার পর পরই পাশের ঘরের ভাবীর ফোন রাশেদা আপা নাকি লাইফ সাপোর্টে ব্লিডিং কোন ভাবেই বন্ধ করতে হচ্ছেনা প্রায় ষাট ব্যাগ দেয়া হয়ে গেছে ওরা বাঁচানোর আপ্রান চেষ্টা করছে। কিন্তু কোন অগ্রগতি হচ্ছেনা। লাইফ সাপোর্ট থেকে বের করে সব শেষ করার পরামর্শ দিচ্ছে। কিন্তু উনার স্বামী এবং আত্মীয় স্বজনরা চাননি। বিকালে দেখতে গেলাম
হসপিটালের ভিতরে যেতেই মনটা ভারাক্রান্ত হয়ে গেলো না জানি কেমন দেখবো। রাশেদা আপা শান্ত শুভ্র একটি মেয়ে ওয়েটিং রুমে নিরবে বসে থাকতেন। ডাক্তার দেখাতে দেরী হলেও উনার কোন অভিযোগ নেই। আমি ব্যস্ত থাকলেও উঠে এসে আমার সাথে কথা বলতেন।
কাল সন্ধ্যায় যখন দেখলাম সেই সাদা মুখটি ফ্যাকাসে হয়ে আছে রক্ত শুন্যতায়। মিশিনের ওয়্যারগুলো যেনো পুরো মুখটা ডেকে রাখছে সাদা ধবধবে বেডে অচেতন শরীর স্বামী সন্তান স্বজন পরিচিত সবার চোখে পানি বাধা মানছেনা। নিরবে বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ এলার্ম বেজে উঠলো চোখ মেলে থাকালেন স্বামীর আবেগভরা কান্নাজড়িত কন্ঠে আকুল কন্ঠের ডাক রিতা ওরিতা রাশেদা কোন ডাকই হয়তো ওর কানে পৌছেনি কিছু বলার আগেই চোখ আবার বন্ধ নার্স আবার ঘুমের ইন্জেকসন দিয়ে দিলো।
রাত অনেক হয়ে যাচ্ছে মন কিছুতেই মানছেনা রেখে আসি তবুও আসতে হলো। কিন্তু শ্বাস নিতে কষ্ট হলো বুকটা ফেটে যায় চোখে ভাসলেই।
হায়রে জীবন কত স্বপ্ন তোমাকে নিয়ে সাজাই। হঠাৎ করে বন্ধ হয়ে যায় সব স্বাধ আহলাদ। এতসব দেখেও কেনো এই জীবনের মনভুলানো খেলাঘর সাজাতে আমরা ব্যস্ত। দয়া করে এই বোনটির জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেনো তাড়া তাড়ি সুস্থ করে দেন আমীন।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন
ফেসবুকে শাহী আপার ছবিতে, এক কমেন্টে-"বাহ! মাঝে দাড়িয়ে আমাদের সাহিদা আপা নাকি?..." আপনার নাম দেখে চোখ আটকে গেলো, মনে হচ্ছে উনিই আপনি।
মন্তব্য করতে লগইন করুন