হারিকেন নিভে যাবে তাই বেশি লাফাচ্ছে।
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৩ মে, ২০১৩, ০৯:৫৬:০৮ সকাল
আওয়ামিলীগের কোন মন্ত্রীর স্ত্রী একজন শিক্ষিকা হতে পারে আমার জানা ছিলনা।
আমিতো ভাবতাম ওদের জায়গা শুধু ক্লাবে নাচে গানে পার্লারে এই নিয়ে তাদের সময় কাটে।
স্বামী একদল মহিলা নিয়ে আর স্ত্রী আরেক দল পুরুষ এবং হুইস্কির গ্লাসে মজে থাকা গভির রাতে যার যার গাড়ি নিয়ে মাতাল হয়ে বাড়ি ফেরা. এই ভাবেই কাটে তাদের জীবন।
কিন্তু উদয়ন স্কুলের ঘটনা বদলে দিলো আমার চিন্তা দ্বারা। আমার ভাবতে অবাক লাগলো যে, এই ধরনের মহিলারা স্কুল শিক্ষিকা হয় কেমনে?
মা বাবারা সু শিক্ষার জন্য অনেক কষ্টের রোজগারের টাকা আর বুক ভরা আশা নিয়ে মানুষের মত মানুষ হওয়ার জন্য যাদের হাতে তুলে দেয় তাদের কচি সন্তানদের। তাদের সাথে এই ধরনের খারাপ আচরন
মা বাবাকে নতুন করে দু:শচিন্তায় ফেলে দিলো।
কত বড় নিকৃষ্ট কুরুচিপুর্ণ একটি মন হলে একজন শিক্ষিকা এরকম ব্যবহার করতে পারে এই নিস্পাপ বালিকাদের প্রতি তা আপনারা নিশ্চয় অনুধাবন করতে পারছেন।
হায়রে বাংলাদেশ আর তোর বাংগালী,স্বাধের রুল ,আইন কানুন এর গল্প শুনলে হাসি পায়। নিজের তৈরী চারপাশে আগুন লাগিয়ে ধুপ ছায়ার সাথি হতে হলো। নিজের সব পথ রুদ্ধ করে অন্যের পথে হাটতে হয়।
আজ আমেরিকায় যখন বাচ্চাদের স্কুল ইউনিফর্ম কালো প্যান্ট আর স্কুলের নাম লিখা সার্ট পড়ার রুল করে সেই জায়গায় আমার মত অনেক সন্তানদের মা বাবা তাদের বাচ্চাদের বোরকা পড়ে পাঠাচ্ছেন স্কুলে এবং এত প্রভাব থাকে মা বাবার যে, হালাল খাবার দিতে বাধ্য আমেরিকার সরকার।
খৃষ্টান , ইয়াহুদিদের দেশের এত বড় খৃষ্টান নেতা যখন মুসলমানদের কোডের প্রতি শ্রদ্ধাশীল সেখানে মুসলমানের দেশের মুসলমান নেতা নেত্রী , শিক্ষক শিক্ষিকাদের এত বড় সাহস কেমনে হয় যে আমার মুসলমান বোনের শালীন পোষাকের হাতটা কেটে ফেলার।
এর একটাই কারন মা বাবার উদাসীনতা
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এই শিক্ষিকা নামের অশালীন মহিলার পদত্যাগ দাবি করছি।
আর অভিবাকদেরদের বলছি আপনার সন্তানদেরকে এই স্কুলে পাঠাবেননা যেখানে নিজেদের কোন রাইটস নিয়ে কথা বলতে পারবেনা।
নিজের ইজ্জত আব্রুকে বিক্রি করতে হবে এই বেহায়াদের হাতে।
আপনারা আরো সোচ্চার হোন , নিজের দাবি আদায়ের যত্নবান হোন না হলে দেখবেন অনেক কিছুর বিনিময়ে সন্তানরা হারিয়ে যাবে অজানার পথে
ধবংসের পথে।
আর অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে কথা বলার কেউ থাকবেনা।
স্কুলের ছাত্রীদের বলছি তোমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াও। তোমাদের দাবিআদায়ে আরো সোচ্চার হও দেখবে আর কখনো উম্মে সালমাদের সাহস হবেনা তোমাদের গায়র শালীনতা কেড়ে নেবার।
বিষয়: বিবিধ
২১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন