ঊষা ও ভাবনা
লিখেছেন লিখেছেন জ্ঞান পিপাসু ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৪৪:২৬ সকাল
ভাঙ্গলো ঘুম ঊষার কিরণে,
আড়মোড় ভেঙ্গে, দুচোখ কচলিয়ে
বেরিয়ে বারান্দায়, দেখি
দূর্বা ঘাসের মাথায় মুক্তোর ঝিকিমিকি।
একদিন, দুদিন, আরো আরো কতদিন
তাকিয়ে রই অনিমেষ, সেই মুক্তোর পানে,
তৃষ্ণার্ত চাতকের মত, একটিই মিল-
প্রিয়ার নাকের পরে একফোঁটা শ্বেত বিন্দু।
বিষয়: সাহিত্য
১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন