লায়লা বিবির ওযু
লিখেছেন লিখেছেন জ্ঞান পিপাসু ০৯ এপ্রিল, ২০১৩, ০৭:১৭:৩৫ সকাল
ইসলামকে আজকাল খুবই সহজ বলে মনে করা হয়। কেউ ইসলামের বারোটা বাজালেও সে ইসলামের বাইরে যায়নি বলেই দাবি করে। নিজের ইচ্ছেমতো ইসলামকে পালন করা যায় আর যতো দোষ সব দেয়া হয় আলেমদের। কারণ, তারাই বলেন- অমুক কাজের দরুন অমুকে ইসলামের গন্ডির মধ্যে নেই, অমুক কাজের জন্য অমুকে ইসলামের শত্রু, অমুকে শয়তানের দোসর- ইত্যাদি। এসব লোকদের ইসলাম হলো লায়লা বিবির ওযুর মত। লায়লা বিবি যৌবনের শুরুতে একবার ওযু করেছিল। এরপর সে ঊশৃংখল জীবন-যাপন করতে থাকে।
একদিন এক ওয়াজ মাহফিলের পাশ দিয়ে যাওয়ার সময় সে এক বক্তাকে ওযু নষ্টের কারণগুলো বলতে শুনছিলো।বক্তার ওযু নষ্টের কারণগুলো শুনতে শুনতে লায়লাও মনে পড়ল সে একদিন ওযু করেছিল। কিন্তু এতো সহজে ওযু নষ্ট হয়ে যায় তা কখনো শুনেনি। তাই বক্তার কথা তার গায়ে আগুন জ্বালিয়ে দিল।সে তৎক্ষণাৎ মঞ্চে উঠে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলতে শুরু করল,“ভাইসব, এই মাওলানা সাহেব যা যা বলেছেন সব মিথ্যা। এত সহজে কিছুতেই ওযু ভাঙতে পারে না, আর তার প্রমাণ আমি নিজেই। আমি আজ ত্রিশ বৎসর যাবৎ যিনা-ব্যভিচার করছি, কিন্তু আজও আমার ওযু মোটেই ভাঙ্গেনি।”
ঐসব লোকদের ইমানও ঠিক লায়লা বিবির ওযু ন্যায়, তারা যতই ইসলামের অবাধ্য হোক না কেন তাদের ইমান-ইসলাম ঠিকই থাকবে।
বিষয়: রাজনীতি
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন