আর নয় প্রতিরোধ এখন নিতে হবে প্রতিশোধ

লিখেছেন লিখেছেন নয়ন ০১ এপ্রিল, ২০১৩, ০৫:০০:১৬ সকাল

পৃথিবীর কোন দেশে কোনো স্বৈরাচারী সরকার গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকতে পারেনি। এই বাস্তবতা জানার জন্য পন্ডিত হবার দরকার নাই। .শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী ঘটন করে নির্বিচারে দেশের মানুষ হত্যা করে, সংবিধান সংশোধন করে একদলীয় শাসন কায়েম করে পেপার পত্রিকা সব বন্ধ করেও ক্ষমতায় থাকতে পারেনি। তেমনি বর্তমান সরকার ও বিরোধী দল ও মতের মানুষ নির্বিচারে হত্যা করে গুম করে জেলে ভরেও আন্দোলন ঠেকাতে পারবেনা। এখানে বিএনপি জামাত বলে কথানা যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে কথায় কথায় গুলি চালানো হচ্ছে। এই ভাবে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারেনা। গত দুই মাসে ২০০ এর অধিক মানুষ খুন হয়েছে। বেশির ভাগ মানুষ গ্রামের। গ্রামের সহজ সরল মানুষ কতটা রাজনৈতিক ভাবে সক্রিয় এটা আমাদের সবার জানা। এই নির্বিচারে মানুষ হত্যা গ্রহণ যোগ্য নয়। এটা চলতে দেওয়া যায়না। যারা আমাদের প্রাণ প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সাHappy নিয়ে কঠাক্ষ করেছে তারা পুলিস প্রহরায় থাকে। ৫ ষ্টার হোটেলে ফুর্তি করে জনগনের টাকায়। আর যারা নবী করিম (সাHappy কে ভালো বেশে রাস্তায় নামে উনার সম্নান রক্ষায় তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। বিরোধী দলকে সহ সকল বিবেকবান মানুষকে বলব আর ঘরে বসে থেকে মার গুলি খাওয়ার সময় নাই। বিচ্ছিন্ন আন্দোলন করে মাসে ৩ দিন হরতাল দিয়ে এই জুলুমবাজ সরকারের পতন হবেনা। লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচি দিতে হবে সরকার পতন না হওয়া পর্যন্ত।সময় এসেছে প্রতিশোধের। আর নয় প্রতিরোধ এখন নিতে হবে প্রতিশোধ। একটা লাশ পড়লে দশটা লাশ ফেলতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবেনা। পাতি নেতা থেকে বড় নেতা যাকে যেখানে পাবেন গণ পিটুনি দিন। পুলিস ভাই দের বলব আপনাদের এই দেশে চাকরি করে খেতে হবে জনগনের টাকায় গুলি কিনে ওই গুলি জনগনের উপর চালাবেননা। সরকারের পতন অনিবার্য চাকরি বাচাতে হলে সাবধান হয়ে যান। বেশি বাড়বেন না বেশি বাড়ার পরিনিতি ভাল হয়না।

বিষয়: রাজনীতি

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File