আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর বিচার চাই

লিখেছেন লিখেছেন নয়ন ২০ মার্চ, ২০১৩, ০৮:৪১:১৪ সকাল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে একজন ভদ্র লোক হিসাবে জানতাম। কিন্তু সাম্প্রতিক উনার কিছু ফেইসবুক STATUS পড়ে মনে হয় উনি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। উনি যখন দেখলেন বিএনপি উনাকে রক্ষা করতে পারলনা জেলে যেতে হলো তখন তিনি ধীরে ধীরে নিজের পত্রিকর মাধ্যমে বিব্ভ্রান্তি কর ও উস্কানি মূলক লেখনীর মাধ্যমে সরল প্রাণ মুসলিমদের আবেগ নিয়ে খেলা শুরু করলেন এবং তিনি সফল ও হচ্ছেন। উনার একটি স্টেটাস দেখলাম উনি লিখছেন ১৯৪৭ সালে নাকি বঙ্গভঙ্গ হয়েছিল কতবড় নির্লজ্জ ও মুর্খ হলে তিনি এই কথা লিখতে পারেন। ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল এটা সবাই জানে। মাঝে ইউটিউব এ হজরত মুহাম্মদ (সাHappy কে নিয়ে একটি ভিডিও সম্প্রচারকে কেন্দ্র করে বাংলাদেশ সহ অনেক দেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিডিও টা কিন্তু ইউটিউব তৈরী করে নাই তারা সম্প্রচার করেছিল মাত্র। থাবা বাবা বা নাস্তিক রা ব্লগে ধর্ম অবমাননা করে লিখে অবস্যই গর্হিত কাজ করেছে। কিন্তু ঐটাকে একটি জাতীয় পত্ত্রিকায় ছাপিয়ে আমার দেশ ও চরম গর্হিত কাজ করেছেন। ইউটিউব যে কারনে বন্ধ করা হয়েছিল ঠিক একই কারনে আমার দেশকে বন্ধ করে মাহমুদুর রহমানকে বিচার এর আওতায় আনা উচিত। এই দাবিটা আসা উচিত ছিল হেফাজতে ইসলাম ও ধর্ম প্রাণ মুসলিমদের কাছ থেকে। উনি ইসলাম রক্ষার নামে ইসলাম ধর্ম কে ক্ষতি করছেন। তবে আমার মনে হয় উনার মানসিক চিকিত্সা দরকার অনেক দিন অফিস থেকে বের হতে না পেরে উনি মানসিক ভারসম্য হারিয়েছেন।

বিষয়: বিবিধ

১৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File