ভিটামিন A সমাচার ও দায়িত্বহীন মন্ত্রী
লিখেছেন লিখেছেন নয়ন ১৪ মার্চ, ২০১৩, ০২:৫৬:৫৪ দুপুর
বাংলাদেশে ভিটামিন A ও কৃমি নাশক ওষুধ খেয়ে হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি। জ্বর, বমি, পাতলা পায়খানা, গায়ে বাথা সহ ইত্যাদি সমস্যার কারনে। সরকার বলছে এগুলে গুজব পেপার পত্রিকা হেডলাইন করছে গুজব কিন্তু ভিতরে লিখছে বিভিন্ন হাসপাতালে অসুস্থ শিশু ভর্তি হবার বিশদ বিবিরন দিয়ে। সরকার কমিটি করছে করা গুজব রটিয়েছে তাদেরকে ধরার জন্য। কক্সবাজার থেকে এক মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে মাইকএ গুজব রটানোর জন্য। আমদের সাস্থমন্ত্রী মহোদয় নিজে একজন ডাক্তার, উনার উচিত ছিলো বাপার্তাকে রাজনৈতিক ভাবে না দেখে মানবিক দিক থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। কিন্তি তিনি এইটা নিয়েও রাজনীতি করলেন। বোয়িং সবথেকে নামকরা প্লেন নির্মাতা। তাদের সবথেকে লেটেস্ট বিমান ৭৮৭ ড্রিম লাইনার এর একটি বিমানে লিথিয়াম আয়ন ব্যাটারী তে সমস্যার কারনে সব গুলা প্লেন গ্রাউন্ডেড , সেটা জাপানের অল নিপ্পন এয়ারলাইন থেকে শুরু করে আমেরিকা, চিলি, ইন্ডিয়া সব খানে। ওই কারনে কিন্তু কোনো এক্সিডেন্ট হয়নি তার পরও। টয়োটা ৯ লক্ষ করোলা করোলা ম্যাট্রিক্স কার রিকল করেছে ওয়ার্ল্ড ওয়াইড এয়ার ব্যাগ এর সমস্যার কারনে। ওই কারণে এক্সিডেন্ট হয়ে কেউ কিন্তু মারা যায়নি। কিন্তু আমাদের দেশ বিচিত্র এখানে আমদের অপেক্ষা করতে হবে মৃত পর্যন্ত, যে ভিটামিন খেয়েতো কোনো শিশু মারা যায়নি। যারা গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে কমিটি না করে যে কারনে হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে তার কারন খুঁজে বের করুন। কেন শিশুর বমি জ্বর পাত্লা পায়্খানা গায়ে বাথা হচ্ছে। এইটা ওষুধের কারণে হতে পারে, রক্ষনাবেক্ষনের ত্রুটির কারনে কোনো সমস্যা হতে পারে, বা যারা ওষুধ খাওয়ানোর দায়িত্বে ছিলো তাদের পরিস্কার পরিচ্ছন্নতার অভাবের কারনে কোনো সমস্যা হতে পারে। বা অনেকে যেটা মনে করছে ভারতের যে কোম্পানির কাছথেকে ওষুধ সরবরাহ নেওয়া হয়েছে তাদের কোনো গাফিলতি রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ১০ হাজর কোটি টাকা দিয়ে রাশিয়া থেকে অস্ত্র কিনলো কোনো রকম পূর্ব আলোচনা ছাড়া। হাজার হাজার কোটি টাকা অপচয় করে সরকার যদি অস্ত্র কিনতে পারে তাহলে কেন সামান্য কিছু টাকা যোগ করে ভারতের থার্ড ক্লাস কোম্পানি থেকে না কিনে ইউরোপ বা আমেরিকা থেকে তো কিনতে পারত। সরকার সেটা করে নাই কারণ ওখান থেকে কমিসন খাওয়ার সমস্যা। যাইহোক কান নিয়ে গেছে চিলে শুনে চিলের পিছে না দৌড়িয়ে আগে দেখুন আপনার কান ঠিক আছে কিনা। কে মাইকিং করলো কে গুজব রটালো এই গুলা না খুঁজে বাচ্চাদের অসুস্ততার কারন খুঁজে বের করুন।
বিষয়: বিবিধ
১৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন